১০ বছর বয়স তাঁর। এই বয়সে বাচ্চারা জন্মদিনে খেলনা গাড়ি উপহার পেলেই খুশি। তবে এই ছেলের বাবা তাঁকে দিল আস্ত ল্যাম্বরগিনি। ১০ বছর বয়সেই সুপার কার উপহার পেল মোমফা জুনিয়র। তাঁর বাবা তাঁকে জন্মদিনে ল্যাম্বরগিনি উপহার দিয়েছিলেন। মোমফার বাবা ইসলামিয়া মুস্তাফা আফ্রিকার নামকরা ব্যবসায়ী। তিনি তাঁর ছেলেকে জুতোর ফিতের রঙের সঙ্গে মিলিয়ে একটি সুপার কার উপহার দিয়েছেন। অনেকেই বলেন, এই বাচ্চা ছেলেটি এই বয়সে আফ্রিকার সব থেকে ধনী হয়ে উঠেছে। তাঁর বাবা তাঁকে অনেক সময়ই দামী দামী উপহার দেন। মোমফা জুনিয়রের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স অনেক। বেশিরভাগ সময়ই দামি দামি জিনেসপত্রের ছবি পোস্ট করে আফ্রিকার এই ধনী বাচ্চাটি।