প্রস্তর যুগের মানুষের জামাকাপড় সম্পর্কে কোনও ধারণাই ছিল না। আমাদের পূর্বপুরুষরা পোশাক না পরেই ঘুরে বেড়াতেন। অনেক পরে মানব সমাজে জামাকাপড় দিয়ে নিজেদের শরীর ঢাকার প্রথা শুরু হয়। কিন্তু, জানেন কি, আজও পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে প্রস্তর যুগের মতো পোশাক না পরেই স্বচ্ছন্দে ঘুরে বেড়ানো যায়। আপনাকে এমন ৬টি জায়গার কথা জানাব আমরা।
ফ্রান্সের নগ্ন শহর বা Naked City---- Cap d'Agde। নীল দিগন্ত বিস্তৃত সমুদ্র, নোনা হাওয়া আর বালির তাত। ফ্রান্সের এই সমুদ্রতটে থাকার সময় লোকেরা যা খুশি তাই পরে থাকে। আবার জানমা কাপড় না পরে ঘোরাঘুরি করলেও কেউ কিছুই বলে না। এখানে মানুষকে কাপড় ছাড়া রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাবে। মল, রেস্তোরাঁ, রিসর্ট, সর্বত্র মানুষ পোশাক ছাড়া ঘোরাফেরা করে এবং এই শহরের নিয়ম অনুযায়ী তা সম্পূর্ণ বৈধ। এ ব্যাপারে কোনও বাধা নেই।
এছাড়া ব্রিটেনের হার্টফোর্ডশায়ারের স্পিলপ্ল্যাটজ নামের একটি গ্রাম পোশাক ছাড়া বসবাসকারী মানুষের জন্য বিখ্যাত। এখানকার লোকেরা খুব ধনী এবং শিক্ষিত কিন্তু তাঁরা পোশাক পরেন না। ১৯২৯ সাল থেকে এখানে এই ঐতিহ্য চলে আসছে। গ্রামের বাইরে গেলে তাঁরা কাপড় পরেন, কিন্তু গ্রামের ভিতরে কাপড় ছাড়াই ঘুরে বেড়ান। (সমস্ত ফটো ক্রেডিট- ক্যানভা)