হোম » ছবি » বিদেশ » কিছু না পরেই ঘুরে বেড়ানো যায় এই ৫ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন?

Naked Beach: জামাকাপড় না পরেই ঘুরে বেড়ানো যায় এই পাঁচ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন কি?

  • 17

    Naked Beach: জামাকাপড় না পরেই ঘুরে বেড়ানো যায় এই পাঁচ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন কি?

    প্রস্তর যুগের মানুষের জামাকাপড় সম্পর্কে কোনও ধারণাই ছিল না। আমাদের পূর্বপুরুষরা পোশাক না পরেই ঘুরে বেড়াতেন। অনেক পরে মানব সমাজে জামাকাপড় দিয়ে নিজেদের শরীর ঢাকার প্রথা শুরু হয়। কিন্তু, জানেন কি, আজও পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে প্রস্তর যুগের মতো পোশাক না পরেই স্বচ্ছন্দে ঘুরে বেড়ানো যায়। আপনাকে এমন ৬টি জায়গার কথা জানাব আমরা।

    MORE
    GALLERIES

  • 27

    Naked Beach: জামাকাপড় না পরেই ঘুরে বেড়ানো যায় এই পাঁচ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন কি?

    ফ্রান্সের নগ্ন শহর বা Naked City---- Cap d'Agde। নীল দিগন্ত বিস্তৃত সমুদ্র, নোনা হাওয়া আর বালির তাত। ফ্রান্সের এই সমুদ্রতটে থাকার সময় লোকেরা যা খুশি তাই পরে থাকে। আবার জানমা কাপড় না পরে ঘোরাঘুরি করলেও কেউ কিছুই বলে না। এখানে মানুষকে কাপড় ছাড়া রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাবে। মল, রেস্তোরাঁ, রিসর্ট, সর্বত্র মানুষ পোশাক ছাড়া ঘোরাফেরা করে এবং এই শহরের নিয়ম অনুযায়ী তা সম্পূর্ণ বৈধ। এ ব্যাপারে কোনও বাধা নেই।

    MORE
    GALLERIES

  • 37

    Naked Beach: জামাকাপড় না পরেই ঘুরে বেড়ানো যায় এই পাঁচ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন কি?

    প্রতি বছর ১২ মার্চ বিভিন্ন শহরে নেকেড বাইক রাইড রেসের আয়োজন করা হয়। সুস্থ শরীরকে প্রোমোট করাই এি ইভেন্টের লক্ষ্য। এই অনুষ্ঠানে দৌড়ে, সাইকেল রেস সব কিছুরই প্রতিযোগিতা থাকে। কিন্তু, কোনও জামা কাপড় না পরেই।

    MORE
    GALLERIES

  • 47

    Naked Beach: জামাকাপড় না পরেই ঘুরে বেড়ানো যায় এই পাঁচ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন কি?

    আমেরিকার ফ্লোরিডা প্রদেশে একটি বিশেষ সমুদ্র সৈকত আছে, যেখানে পোশাক ছাড়াই মানুষকে দেখা যায়। একেও নেকেড বিচ বলা হয়। এর আসল নাম Haulover Beach। মায়ামির এই সৈকতে পোশাক পরা বা না পরা আপনার ইচ্ছে। এখানে বেশির ভাগ মানুষকেই পোশাক ছাড়া বা নামমাত্র পোশাকে দেখা যায়।

    MORE
    GALLERIES

  • 57

    Naked Beach: জামাকাপড় না পরেই ঘুরে বেড়ানো যায় এই পাঁচ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন কি?

    জাপানের রাজধানী টোকিওতেও হট স্প্রিং স্নানের প্রথা রয়েছে। এখানে একে Onsen বলা হয়। প্রাচীনকালে জাপানে নারী ও পুরুষেরা কাপড় ছাড়াই স্নান করতেন হট স্প্রিং। সেই প্রথা বাঁচিয়ে রাখতেই এমন ব্যবস্থা করা হয়েছে।

    MORE
    GALLERIES

  • 67

    Naked Beach: জামাকাপড় না পরেই ঘুরে বেড়ানো যায় এই পাঁচ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন কি?

    অস্ট্রিয়ায় প্রতি বছর নেকেড আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। সারা বিশ্বের মানুষ এখানে আসে। অংশগ্রহণকারীরা পোশাক না পরেই থাকেন। নিজেদের শরীরে উজ্জ্বল রঙের একটি ছবি আঁকেন, যেন নিজেরাই নিজেই একটি চলমান ক্যানভাস। এভাবে পোশাক ছাড়া এখানে মানুষের আসা-যাওয়ায় কোনও বাধা নেই।

    MORE
    GALLERIES

  • 77

    Naked Beach: জামাকাপড় না পরেই ঘুরে বেড়ানো যায় এই পাঁচ জায়গায়! নেই আইনি বাধা, কোথায় সেই জায়গা জানেন কি?

    এছাড়া ব্রিটেনের হার্টফোর্ডশায়ারের স্পিলপ্ল্যাটজ নামের একটি গ্রাম পোশাক ছাড়া বসবাসকারী মানুষের জন্য বিখ্যাত। এখানকার লোকেরা খুব ধনী এবং শিক্ষিত কিন্তু তাঁরা পোশাক পরেন না। ১৯২৯ সাল থেকে এখানে এই ঐতিহ্য চলে আসছে। গ্রামের বাইরে গেলে তাঁরা কাপড় পরেন, কিন্তু গ্রামের ভিতরে কাপড় ছাড়াই ঘুরে বেড়ান। (সমস্ত ফটো ক্রেডিট- ক্যানভা)

    MORE
    GALLERIES