

একের পর এক পাকিস্তানি ক্রিকেটারদের মহিলা সংক্রান্ত কেচ্ছা পরপর বেরিয়ে আসছে ৷ দিন কয়েক আগে তরুণ ক্রিকেটার ইমান উল হকের নাম সামনে এসেছিল ৷ মহিলার সঙ্গে চুটিয়ে ফ্লার্ট করার অভিযোগ ছিল এবার নক্কারজনক অভিযোগে নাম জড়াল পাকি অলরাউন্ডার শাহদাব খানের ৷ আরেক ক্রিকেটার হারিম শাহের বিরুদ্ধে একটি টিকটক মডেল অভিযোগ করেছিলেন ভিডিও কলে হস্তমৈথুন করেছিলেন তিনি ৷ Photo- File


এরপর শাহদাব খানের বিরুদ্ধে দুবাই নিবাসী এক মহিলা নোংরা ব্ল্যাকমেলের অভিযোগ করলেন ৷ তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল পোস্টে জানিয়েছেন কীভাবে তাঁকে পাক ক্রিকেটার তাঁর নগ্ন ছবি লিক করে দেওয়ার ভয় দেখিয়েছেন ৷ Photo- File


নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ভদ্রমহিলা জানিয়েছেন শাহদাব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে পাক সংবাদমাধ্যমে খবর বেরোনয় তার পরিবার অ্যাফেকটেড হয় ৷ আসলে ২০১৯ -র বিশ্বকাপের সময় থেকে শাহদাবের সঙ্গে তার সম্পর্ক ৷ শাহদাবের সঙ্গে দেখা করার জন্য গায়না, দুবাই, বাংলাদেশ বিভিন্ন জায়গায় প্লেনে করে গেছেন তিনি ৷ এতে তাঁর খরচ হয়েছে ১৫ হাজার ডলার ৷ Photo Courtesy- Instagram


নিজের পোস্টে তিনি আরও লিখেছেন তিনি প্রাথমিকভাবে শাহদাবকে বিশ্বাস করতেন কারণ অভিযোগকারিনীর বয়ান অনুযায়ি তাঁক ধরে রাখার জন্য সবকিছু করতেন তিনি ৷ তবে তাদের খবর বেরোনোর পর তিনি বিভিন্ন নম্বর থেকে ফোন করেন ৷ হুমকি দিয়ে বলেন কাউকে যদি নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন তাহলে মহিলার নগ্ন ছবি ভাইরাল করে দেবেন তিনি ৷ Photo Courtesy- Instagram