

আরবসাগরের পশ্চিমে অগ্রসর হতে থাকা ঘূর্ণিঝড় ‘হিক্কা’ আছড়ে পড়ল ওমানের উপকূলে ৷ তবে স্থলভূমির যত কাছাকাছি এসেছে ঝড়টি ততোই শক্তি হারায় ‘হিক্কা’ ৷


ঘূর্ণিঝড় হিক্কার প্রভাবে আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলিতে বেশ কিছুদিন ধরেই ঝড়-বৃষ্টি চলছিল ৷ ওমানের উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলগুলির পাশাপাশি ভারতের গুজরাত, কোঙ্কন, মহারাষ্ট্র উপকূলেও গত কয়েকদিন হিক্কার পরোক্ষ প্রভাব দেখা দিয়েছে ৷


তবে ওমানের Public Authority for Civil Aviation-Sultanate of Oman (PACA)-র তরফে বলা হয়েছে হিক্কার প্রভাবে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা এখন আর নেই ৷ ক্রমেই শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ৷ যদিও এর পরোক্ষ প্রভাব থাকছে ওমানে আল-ওয়াস্তা, ধোফার এবং আল-হাজার পর্বত অঞ্চলে ৷ ভারী বৃষ্টিরও সম্ভাবনা বেশ কিছু অঞ্চলে ৷


১৩০-১৪৫ কিমি বেগে ধেয়ে আসছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিক্কা ৷ কিন্তু ওমানের উপকূলে আছড়ে পড়ার আগেই তা ক্রমেই শক্তি হারাতে থাকে ৷ তবে ঘূর্ণাবর্তের প্রভাবে ওমান এবং সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷