

করোনার দাপটে গোটা পৃথিবী জেরবার হলেও সামান্য স্বস্তিতে ছিল চিন। মারণ এই ভাইরাসের আঁতুড়ঘর চিনেরই ইউহান প্রদেশ হওয়ায় জিং পিংয়ের প্রশাসন জোর ধাক্কা খায় পরিস্থিতি সামাল দিতে। কিন্তু সেই অবস্থাটা ধাপে ধাপে বদলেছিল। কিন্তু বিধি বাম। এবার চিনের ভয় এক নতুন ভাইরাস। শিশুদের প্রাণ নেওয়া নতুন এই ভাইরাসের নাম নোরোভাইরাস।


আন্তর্জাতিক মহলে খবর, চিনের সিচুহান উপত্যকার জিঘং শহরে এই ভাইরাস ছড়াতে শুরু করেছেন। প্রথমেই সংক্রমিত হয়েছে একটি কিন্ডারগার্টেন স্কুলের শিশুরা। এখনও পর্যন্ত কমপক্ষে ৫০ জন শিশু এই ভাইরাস সংক্রমণের শিকার।


এই ভাইরাস সংক্রমণে প্রধান উপসর্গ বমি এবং ডায়েরিয়া। চিনা স্বাস্থ্যদফতরের এক কর্মী জানাচ্ছেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী এই উপসর্গের কারণ নোরোভাইরাসই।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর গত মাস থেকেই চিনে একটু একটু করে ছড়াচ্ছে নোরোভাইরাস। এর আগে উত্তর পূর্ব চিনের লিয়াওনিং এবং উত্তর চিনের শাংশি অঞ্চলে এই ভাইরাসজনিত সংক্রমণের সন্ধান পাওয়া যায়।