মেট্রোর রিপোর্ট অনুযায়ী, এই ভীষণ ইন্টেলিজেন্ট কুকুরটির নাম কুপার৷ সে টোবারমোরে লন্ডনডেরি কাউন্টিতে থাকত৷ জানা গিয়েছে, কোনও অসুবিধা থাকায় কুপারকে পশু বিক্রির দোকানে দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তাঁর প্রথম মালিক৷ সেই দোকান থেকেই কুপারকে দত্তক নেন তাঁর দ্বিতীয় মালিক৷ গাড়ি করে নিয়ে যান উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি টাইরোনে৷