

•দু’দিনের সফরে বাংলাদেশে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবারও তাঁর রয়েছে একগুচ্ছ কর্মসূচী৷ মুজিব জন্ম শতবর্ষে বাংলাদেশে মোদি৷ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷ সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিব কন্যা শেখ হাসিনা৷ সেখানে বৃক্ষরোপণও করেন মোদি৷(Photo Courtesy-ANI)


•শুক্রবার বাংলাদের জাতীয় দিবস উদযাপনে (Bangladesh50)উপস্থিত ছিলেন মোদি৷ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে যোগ দিতে শুক্রবার ঢাকায় পৌঁছন তিনি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি সম্মান জানান মোদি৷(Photo Courtesy-ANI)


•শনিবার বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুর গ্রামের শতাব্দী প্রাচীন যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুদিন ধরেই এই শক্তিপীঠে আসার ইচ্ছে ছিল তাঁর, অবশেষে মায়ের পায়ে এসে প্রণাম করতে পারলেন তিনি, জানান মোদি৷(Photo Courtesy-ANI)


•ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থেকে শুরু মতুয়া মন জয়ে ওরাকান্দি যাত্রা, বাদ রাখলেন না কিছুই। দেখা করেন বাংলাদেশের বেশ কয়েকজন গুণী মানুষদের সঙ্গেও৷(Photo Courtesy-ANI)


•ঘটনাচক্রে এ দিনই পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ পর্ব শুরু হল৷ ফলে প্রধানমন্ত্রীর এই ঘোষণা এবং ওড়াকান্দির ঠাকুবাড়ি সফর আসলে পশ্চিমবঙ্গের মতুয়াদের মন জয়ের চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷(Photo Courtesy-ANI)