

জলবায়ু পরিবর্তনের ফলে গোটা বিশ্ব সংকটের মুখে দাঁড়িয়ে, এ কথা কারও অজানা নয়। গ্রিন হাউস গ্যাস অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার ফলে দুই মেরুরই বরফ ক্রমাগত গলে চলেছে। সমুদ্রের জলস্তরও দিনকে দিন বাড়ছে।


সম্প্রতি নাসা-র এক গবেষণায় জানা গিয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস এ ভাবেই বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রের জলস্তর ৩৮ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। বরফ এ ভাবে অনবরত গলতে থাকলে বিশ্বের সমুদ্রের জলস্তর এক তৃতীয়াংশ বেড়ে যেতে পারে বলেও গবেষণার রিপোর্টে জানা গিয়েছে।


যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সির ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জেস-এর দেওয়া এই রিপোর্ট অনুযায়ী, ২০০০-২১০০ সাল পর্যন্ত গ্রিনল্যান্ডের বরফ গলে সমুদ্রের জলের স্তর ৮ থেকে ২৭ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যাবে এবং অ্যান্টার্কটিকার থেকে বরফ গলে জল বাড়বে ৩ থেকে ২৮ সেন্টিমিটার।


নাসার গদার স্পেস ফ্লাইট সেন্টার-এর করা আইস শিট মডেল ইন্টারকমপ্যারিজন প্রোজেক্ট-এর এই সমীক্ষাটি ক্রিসোফার জার্নালে প্রকাশ পেয়েছে। গবেষণার দায়িত্বে থাকা প্রজেক্ট লিডার এবং বরফ-বিজ্ঞানী সোফিয়া নোয়িকি জানান, কতটা বরফ গলছে তার উপরেই সমুদ্রের এই জলস্তর বাড়া নির্ভর করছে।