লোকসভা ভোটের মধ্যেই ব্যাপকভাবে বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম ৷ ভর্তুকি-যুক্ত গ্যাসের ক্ষেত্রে দাম বেড়েছে প্রায় সিলিন্ডার প্রতি ২৫ পয়সা ৷ অন্যদিকে, ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬ টাকা ৷ এর জেরে একধাক্কায় মধ্যবিত্তদের পকেট পুড়েছে ৷ এই মুহূর্তে ভর্তুকিযুক্ত ১৪.২ লিটার গ্যাস সিলিন্ডারের দাম ছুঁয়েছে ৪৯৬.১৪ টাকা ৷ অন্যদিকে, ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়ে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১২.৫০ টাকা ৷ তবে, শহরের ভিত্তিতে দামের হেরফের হয়েছে ৷
তবে, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে এলপিজি গ্যাসের দাম শুনলে চমকে যাবেন ৷ পাকিস্তানে ১১.২ লিটার এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৫২২.৬৫ টাকা ৷ উল্লেখ্য বিষয়টি হল, শুধু পাকিস্তানই নয় ৷ ভারতের সমস্ত প্রতিবেশী দেশেই গ্যাস সিলিন্ডারের দামই আকাশছোঁয়া ৷ কারণ এলপিজি গ্যাসের দাম লিটার প্রতি টাকা বাড়তে থাকে ৷ পুরো সিলিন্ডারের উপর দাম বাড়ে ৷