হোম » ছবি » বিদেশ » মানব জাতির জন্য বড় খবর! পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন, আশার আলো দেখছেন

Climate Change: মানব জাতির জন্য বড় খবর! পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন, নতুন ধরনের গ্রহে তীব্র আশার আলো

  • Bangla Digital Desk

  • 17

    Climate Change: মানব জাতির জন্য বড় খবর! পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন, নতুন ধরনের গ্রহে তীব্র আশার আলো

    পৃথিবীতে (Earth) প্রাণের স্পন্দন কীভাবে পাওয়া গিয়েছে এই খোঁজ বিজ্ঞানীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম ৷ বিজ্ঞানীরা সৌরমন্ডল থেকে দূর দূরান্তে অবস্থিত গ্রহদের খুঁজতে থাকেন প্রায় সব সময়েই ৷ যেখানে পৃথিবীর সঙ্গে বিভিন্ন অন্যান্য গ্রহদের এক সম্পর্কের ভিত উন্মোচন করার বিষয়েও বিশেষ আগ্রহী হয়ে থাকেন ৷ তবে এরই বিজ্ঞানীরা এক অন্য সাফল্যের দিকে এগিয়ে চলেছেন ৷ সেটি হল পৃথিবী ছাড়াও এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন ৷ যা সৌরমন্ডলের বাইরে এবং যেখানে প্রাণের স্পন্দন লক্ষ্য করা গিয়েছে ৷ সৌরমন্ডলের প্রণের স্পন্দন জীবনে তুমুল গতি আনতে পারে বলেই ধারণা করা হচ্ছে ৷ এখন ভূগোলবিদরা এমন এক গ্রহের সন্ধানে যার আকার, ভার, তাপমাত্রা, ও বায়ুমণ্ডলীয় স্থিতি ইত্যাদি ৷ (প্রতীকী ছবি Pixabay) ৷

    MORE
    GALLERIES

  • 27

    Climate Change: মানব জাতির জন্য বড় খবর! পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন, নতুন ধরনের গ্রহে তীব্র আশার আলো

    ৯ ধরনের গ্রহের মধ্যে হাইসিন গ্রহ (Hycean) নাম দিয়েছে ৷ এই গ্রহ উষ্ণ হলে মহাসাগরের সঙ্গে ঠেকে থাকে যেই বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন থাকে ৷ গ্রহের সংখ্যা অনেকটাই বেশি থাকে ৷ এের অবলোকন করা সম্ভব হয়ে থাকে ৷ ইলেকট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত আগামী ২ থেক ৩ বছরের মধ্যে সৌরমণ্ডলের বাইরে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়ার চূড়ান্ত সম্ভাবনা ৷ কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক জনপ্রিয় লেখক ডঃ নিক্কু মধুসূদন জানিয়েছেন এই সমস্ত গ্রহে প্রাণের স্পন্দন এক নতুন দিগন্তের সৃষ্টি করবে ৷ (প্রতীকী ছবি: shutterstock) ৷

    MORE
    GALLERIES

  • 37

    Climate Change: মানব জাতির জন্য বড় খবর! পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন, নতুন ধরনের গ্রহে তীব্র আশার আলো

    হাইসিন পৃথিবীর থেকে অনেক বড় ও অনেক বেশি উষ্ণ গ্রহ ৷ তবুও সেখানে বিশাল মহাসাগর থাকায় তার বিশেষত্বও লক্ষ্য করা গিয়েছে ৷ পৃথিবীর মত সুখময় জীবন হতে পারে ৷ তবে সমু্দ্রের নিকটবর্তী এলাকায় যেমন ভাবে আবহাওয়া চরমাভাপন্ন ঠিক তেমন ভাবেই ৷ এই গ্রহে চোরা আবাসীয় ক্ষেত্র পৃথিবীর মত গোল্ড রক জোন (Goldilocks Zone) রয়েছে ৷ (প্রতীকী ছবি: shutterstock) ৷

    MORE
    GALLERIES

  • 47

    Climate Change: মানব জাতির জন্য বড় খবর! পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন, নতুন ধরনের গ্রহে তীব্র আশার আলো

    মিনি নেপচুনের আকার পৃথিবীর থেকে ১.৬ গুণেরও বেশি ৷ কিন্তু নেপচুনের থেকে কম হয় ৷ তবুও মত আন্তরিক সরঞ্চনা হতে পারেনা ৷ এছাড়াও এখানে হাইড্রোজেন সমৃদ্ধ আবহাওয়া ও চাপ যা প্রাণের অনুকূল একদমই নয় ৷ কিন্তু মিনি নেপচুন K2-18b-এর বিষয়ে লেখাপড়া করে জানতে পারা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে এই গ্রহ প্রাণ বহন করতে পারে ৷ এই অধ্যয়নের ফলাফলের মধ্যে গ্রহ ও তারার বিষয়েও পড়াশুনো করা হয়েছে ৷ এই বিশেষ গ্রহে প্রাণের স্পন্দন ঠিক কতখানি দীর্ঘায়িত হবে ৷ এই গ্রহ পৃথিবীর থেকে ২.৬ গুণ বড় হবে ৷ এখানকার তাপমাত্র ২০০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে ৷ (প্রতীকী ছবি: shutterstock) ৷

    MORE
    GALLERIES

  • 57

    Climate Change: মানব জাতির জন্য বড় খবর! পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন, নতুন ধরনের গ্রহে তীব্র আশার আলো

    এই আকারের বাহাগ্রহ (Exoplanet) জনসংখ্যা সব থেকে বেশি হয় ৷ সুপার আর্তের মত বিস্তারিত ভাবে অধ্যয়ন করা সম্ভব নয় ৷ এই সমস্ত গ্রহতেই প্রাণের স্পন্দন খুজে পাওয়াটা বেশ সহজ সাধ্য বিষয় হয়ে দাঁড়ায় ৷ বেশ কিছু গ্রহ আকারের মাধ্যমেই হাইসিন নয় ৷ এর সঙ্গে ভার, তাপমাত্রা বায়ুমণ্ডলের , সঙ্গে মানানসয়ী হওয়াটাও অত্যন্ত জরুরি ৷ (প্রতীকী ছবি Pixabay) ৷

    MORE
    GALLERIES

  • 67

    Climate Change: মানব জাতির জন্য বড় খবর! পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন, নতুন ধরনের গ্রহে তীব্র আশার আলো

    ভূগোলবিদরা এছাড়াও প্রাণের সঙ্কেত খোঁজার চেষ্টায় আছেন যাতে প্রাণের স্পন্দন খুজে পাওয়ার সম্ভাবনা থাকে ৷ অক্সিজেন, ওজোন, মিথেন, নাইট্রাস অক্সাইডের উপস্থিতি খুঁজে বের করা হয় ৷ এছাড়াও মিথাইল ক্লোরাইড, ডাইমিথাইল সালফাইড যেমন বায়োমার্কসও দেখা যেতে পারে পৃথিবীতে কম মাত্রায় রয়েছে ৷ কিন্তু হাইড্রোজেন পরিবেষ্টিত বায়ুমণ্ডলের প্রাণের স্পন্দনে অত্যন্ত ঝুঁকি রয়েছে বলেই জানা গিয়েছে ৷ (প্রতীকী ছবি: shutterstock) ৷

    MORE
    GALLERIES

  • 77

    Climate Change: মানব জাতির জন্য বড় খবর! পৃথিবীর বাইরে প্রাণের স্পন্দন, নতুন ধরনের গ্রহে তীব্র আশার আলো

    গবেষণার মাধ্যমে পাওয়া গিয়েছে হাইসিন গ্রহের বায়ুমণ্ডলে অনেক বায়োমার্কারের সঙ্কেত রয়েছে ৷ তবে K2-18b নিয়ে এখনও পর্যন্ত বেশ আশাবাদী ভূগোলবিদরা তবে ভবিষ্যতই বলবে কোনও পথে হাঁটতে হবে ৷ (প্রতীকী ছবি Pixabay) ৷

    MORE
    GALLERIES