ইরানের সরকারি টিভি গোটা দুনিয়াকে যা দেখাল তাকে ভয়ঙ্কর বললেও কম বলা হবে। এতদিন সারা দুনিয়া এয়ার বেসক্যাম্প দেখেছে। তবে ড্রোন বেস কি দেখেছে? একটি পাহাড়ের নিচে সুড়ঙ্গ। আর তাতে সারি দিয়ে রাখা একের পর এক ড্রোন। সেইসব ড্রোন হামলার জন্য তৈরি। প্রায় প্রতিটি ড্রোনের সঙ্গে মিসাইল ফিট করা রয়েছে। অর্থাত্, শত্রুর উপর হামলার জন্য প্রস্তুত প্রতিটি ড্রোন। মনে করা হচ্ছে, ইরান এই ড্রোনের ঘাঁটি দেখিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করল। ইরানের সেনা এই ড্রোন বেস-এর লোকেসন জানায়নি। তবে মিডিয়ার মাধ্যমে ইরানের সেনা নিজেদের শক্তি প্রদর্শন করল। অনেকে মনে করছেন, জাগরোস পাহাড়ের নিচে কোনও গেপন গুহায় রয়েছে এই ড্রোন বেস। অবাবিল ফাইভ, কাইম ফাইব-এর মতো শক্তিশালী ড্রোন রয়েছে ইরানের এই ঘাঁটিতে। কাইম ফাইভ ড্রোন ইরানের তৈরি করা। এটি মিসাইল বহন করতে সক্ষম।