1/ 5


অল্পের জন্য রক্ষা পেলেন বোয়িং ৭৩৭-এর যাত্রীরা। ১৪৩ যাত্রী নিয়ে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি নদীতে পড়ে যায়। আমেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে।(Image: AP)
2/ 5


স্থানীয় সময় রাত ৯টা ৪০ নাগাদ সেটি ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে নৌসেনা ঘাঁটির বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু সেই সময়ই তা রানওয়েতে পিছলে যায়। (Image: Jacksonville Sheriff's Office)
3/ 5


নৌবাহিনীর এয়ার স্টেশনের একজন মুখপাত্র বলেন, মূলত তখনই আচমকা এটি পার্শ্ববর্তী সেন্ট জনস নদীতে পড়ে যায়। দুর্ঘটনার সময় বিমানটিতে পাইলট এবং ক্রুসহ মোট ১৪৩ জন আরোহী ছিলেন। (Image: AP)
4/ 5


পুলিশ জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও বিমানের দু’জন আরোহীর সামান্য আঘাত লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। (Image: AP)