• ভালবাসেন দু’জনকেই ৷ তাই কাউকেই দুঃখ দিতে মন সায় দিচ্ছিল না ৷ কী আর করা? একইসঙ্গে দুই বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এক যুবক ৷ ছবি: ফেসবুক ৷
2/ 7
• এই আজব ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়াতে ৷ সেখাবনে এক ব্যক্তির ৪জন স্ত্রী থাকা আইনত বৈধ ৷ ছবি: ফেসবুক ৷
3/ 7
• গত ১৭ অগস্ট রীতিমতো পুজোপাঠ করে, মন্ত্রোচ্চারণে এই বিয়ে সম্পন্ন হয়েছে ৷ ছবি: ফেসবুক ৷
4/ 7
• বিবাহবাসর বসেছিল ইন্দোনেশিয়ার কালিমন্তনের এয়ারতরপে ৷ ‘ভাইস মিডিয়া’র রিপোর্টে জানা যাচ্ছে, দুই স্ত্রীকে ভালমতো পণও তিনি দিয়েছেন বিয়ে করার জন্য ৷ ছবি: ফেসবুক ৷
5/ 7
• বহুগামীতা ইন্দোনেশিয়ায় নতুন কিছু নয় ৷ দেশের আইন মেনেই একসঙ্গে ৪জন স্ত্রী রাখতে পারেন একজন পুরুষ ৷ তবে সকলকে ভালমতো দেখভাল করতে পারলে তবেই ৷ ছবি: ফেসবুক ৷
6/ 7
• ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, কোনও বান্ধবীকেই দুঃখ দিতে চান না বলেই এমন কাজ করেছেন ওই ব্যক্তি ৷ ছবি: ফেসবুক ৷
7/ 7
• প্রেমিকের এই সিদ্ধান্তে অবশ্য সহমত পোষণ করেছেন দুই বান্ধবীও ৷ ছবি: ফেসবুক ৷