

আফগানিস্তানকে সহজ প্রতিপক্ষ মনে হলেও, এবারে তাদের বিরুদ্ধেই সব থেকে কম স্কোর করল টিম ইন্ডিয়া৷ কিন্তু সাউদাম্পটনের মাঠে উপস্থিত প্রবাসী ভারতীয় তথা বাঙালিদের উৎসাহ ছিল নজরকাড়া৷


মেন ইন ব্লু মাঠে সেভাবে পারফর্ম না করতে পারলেও, তাদের জন্য গ্যালারিতে চিয়ারিং-এর কোনও অভাব হয়নি৷ লন্ডনে বসবাসকারী সুন্দরী বাঙালিরা বিরাটদের জন্য গলা ফাটালেন, সঙ্গে দলের জার্সি পরে পোজ দিয়ে ছবিও তুললেন৷


কর্মসূত্রে সকলেই এখন লন্ডনের বাসিন্দা৷ কিন্তু নিজের জন্মস্থানের জন্য আবেগই আলাদা৷ তাই তো মাঠে ভারতের খেলা দেখতে সকলেই মুখিয়ে ছিলেন৷ শুরুতেই একযোগে জাতীয় সঙ্গীতে গলা মেলালেন আর ওড়ালেন তিরঙ্গা পতাকা৷


মাঠে ঢোকার মুখ থেকেই ভরপুর ছিল ভারতীয় ফ্যানদের উদ্দীপনা৷ আগে থেকেই সব বন্দবস্ত করে গ্যালারিতে বসে পড়েছিলেন সকলে৷ শুরু থেকেই চলেছে ভারতের সমর্থনে হুল্লোড়!


সাউদাম্পটের রোজ বোল মাঠের জন্য এটাই টিকিট৷ খেলা দেখার জন্য বেশকিছু দিন আগে থেকেই টিকিট কেটে নিয়েছিলেন ভারতীয় ভক্তরা৷ ভারত-আফগানিস্তান ম্যাচের টিকিট বিক্রি হয়েছে প্রায় ২০০ পাউন্ডে, যা ভারতীয় মুদ্রায় ১৮ হাজার টাকা৷