

• আমেরিকার লিউসিয়ানা উপকূলে আছড়ে পড়েছে ভয়ঙ্কর হ্যারিকেন লরা। আবহাওয়া দফতর মনে করছে, এর ফলে ওই এলাকায় তীব্র ঝড় ও বৃষ্টির সম্ভবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে এর ফলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে।


• বলা হয়েছে, ১৬৪ বছরের সবচেয়ে বড় হ্যারিকেন এই ঝড়টি। মার্কিন উপকূলে এমন শক্তিশালী ঝড় দেখেছেন বলে কেউ মনে করতে পারছেন না। সেই কারণে টেক্সাস ও লিউসিয়ানা এলাকা খালি করে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ এলাকায়। লিউসিয়ানার ক্যামেরন জেলায় বৃহস্পতিবার সকাল ৫ টায় ঝড় আছড়ে পড়ে।


• এখনও খবর পাওয়া গিয়েছে, মোট ৩ লক্ষ ৩০ হাজার বাড়িতে ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন হয়েছে। টেক্সাসে সেই সংখ্যাটা পৌঁছেছে ৮০ হাজারে। টেলিভিশনে দেখা গিয়েছে, ঝড়ের সঙ্গে বৃষ্টির দাপটে ভেসে গিয়েছে বেশ কিছু এলাকা।


• গত সোমবারই মার্কো নামে আরও একটি হ্যারিকেন আছড়ে পড়ে একই অঞ্চলে। সেই ঝড়ে মৃত্যু হয়েছিল ২৪ জনের। হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দু’টি ঝড়ের মধ্যে সময়ের তফাৎ মাত্র ৪৮ ঘণ্টা। তবে মার্কো অনেক কম শক্তিশালী ছিল।