মানুষ প্রায় সব গুণই উত্তরাধিকারসূত্রে পেয়েছে তাদের পূর্বপুরুষের কাছ থেকে। মানুষ ক্রমেই বিবর্তিত হয়েছে সময়ের সাথে সাথে৷ কিন্তু জানেন কি, আমাদের চোখ এক বড় বিস্ময়৷ এর আকার, জটিল কর্মপদ্ধতি সময় সময় গবেষকদের অবাক করেছে। কিন্তু, এই চোখের বিবর্তনের গোটাটাই কিন্তু মানুষের কাছ থেকে আসেনি, এসেছে আরও অন্যান্য সূত্র থেকে৷ (প্রতিনিধিত্বমূলক ছবি: Pixabay)
বিজ্ঞান বলছে, মানুষের চোখের সমস্ত উপাদানই আমরা পূর্ব পুরুষের কাছ থেকে জিন মারফত উত্তরাধিকার সূত্রে পাইনি৷ বিশেষ করে, চোখের একটি উপাদান, বা ডিএনএর একটি অংশ আমরা চুরি করেছি এক বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়ার কাছ থেকে৷ ব্যাকটেরিয়াল ডিএনএন-এর সেই অংশ কোনও ভাবে মানুষের ডিএনএ-এ অংশ হয়ে উঠেছে৷ এই ধরনের ঘটনাকে বলে হরাইজন্টাল জিন ট্রান্সফার (horizontal gene transfer)৷ গোটা বিষয়টি জানাচ্ছেন, সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষক ম্যাট ডোহেট্রি৷ (প্রতিনিধিত্বমূলক ছবি: শাটারস্টক)
আলোর প্রতি প্রতিক্রিয়াশীল রেটিনয়েড দ্বারাই দৃষ্টির মতো জটিল প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়৷ আর এর পিছনে রয়েছে ইন্টারফটোরিসেপ্টর রেটিনয়েড-বাইন্ডিং প্রোটিন (IRBP)। গবেষণা অনুসারে, IRBP উৎপাদনকারী জিন এসেছে একটি ব্যাকটেরিয়া থেকে৷ সেই ব্যাকটেরিয়া ৫০০ মিলিয়ন বছর আগে হঠাৎ করেই আবিভূর্ত হয় মেরুদণ্ডী প্রাণীর শরীরে।
শুধু মেরুদণ্ডহীন প্রাণীদের মধ্যেই যে IRBP নেই তা নয়, এটি গাছের মতো উন্নত কোষেও তৈরি হয়নি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র চিন্ময় কাল্লুরায় এবং তাঁর সহকর্মীরা ৯০০ টিরও বেশি জিনোম সিকোয়েন্সিং করে জানতে পেরেছেন IRBP-এর জিন-এর উৎস আসলে এক ধরনের ৫০০ মিলিয়ন বছর পুরনো ব্যাকটেরিয়া৷ (প্রতিনিধিত্বমূলক ছবি: উইকিমিডিয়া কমন্স)