

বিশ্ব শৌচালয় দিবস বা ওয়ার্ল্ড টয়লেট ডে-তে এই তথ্য পেলে মন খারাপও হবে এই ভেবে যে এখনও শৌচালয়ের চরম সমস্যায় দিন কাটছে কোন না কোন দেশের ৷ শৌচালয়ের সমস্যার ফলে সবথেকে আক্রন্ত হচ্ছে শৈশব ৷ ছোট শিশুদের মধ্যে মারাত্মক আকারে ছড়াচ্ছে রোগ ৷ ফাঁকা মাঠ বা খালি স্থানে শৌচকর্মের ফলে ভীষণভাবে ছড়ায় ডাইরিয়ার মতো রোগ ৷ Photo: News 18 Creative


ওয়ার্ল্ড টয়লেট ডে-র আগে একটি রিপোর্ট পেশ করে রাষ্ট্রপুঞ্জ ৷ তাদেরই তথ্য বলছে যে বিশ্বে এখনও ২৩শো কোটি মানুষ শৌচালয়ের অভাবে ভুগছে যার মধ্যে প্রায় ৬৫টি কোটি পড়ুয়া রয়েছে ৷ Representative Image (Photo courtesy: AFP Relaxnews/ NARINDER NANU)


রাষ্ট্রপুঞ্জের তথ্যই বলছে যে বছরে ১৪ হাজার পড়ুয়ার মৃত্যু হয় ডাইরিয়ার ফলে আর ২ লক্ষ ৯০ হাজার শিশুর মৃত্যুর কারণ অস্বাস্থ্যকর শৌচকর্ম ৷ Photo Collected


চ্যারিটি ওয়াটার এইডের গবেষণায় জানানো হয়েছে যে ইথিওপিয়াই সেই দেশ যেখানে সবথেকে কম সংখ্যক শৌচালয় রয়েছে ৷ Photo Collected


এটা শুধুমাত্র স্বাস্থ্য, শিক্ষা বা সুরাক্ষায় মারাত্মক খারাপ প্রভাব ফেলে না, দেশের ভবিষ্যেতের জন্যওবিপজ্জনক, জানিয়েছেন ওয়াটার এইডের ক্যাম্পেন ডিরেক্টর সেভিও কারভালহো ৷ কারণ শৌচালয়ের অভাবে বেশি প্রভাব পড়ছে শিশুদের ওপর, যারা দেশের ভবিষ্যৎ গড়ে তোলে ৷ এই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে ও সরকারও এর জন্য কাজ করবে বলেই জানিয়েছে ইথিওপিয়া প্রশাসন ৷ Photo Collected