▪️সম্প্রতি মেরির লেখা বই টু মাচ অ্যান্ড নেভার এনাফ হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেনজারাস ম্যান (Too Much and Never Enough: How My Family Created the World's Most Dangerous Man) নিয়ে জোর চর্চা চলছে৷ বইটি প্রকাশিত হবে ১৪ জুলাই৷ সেই বইতে ডোনাল্ড ট্রাম্পের বিষয় এমনই লিখছেন মেরি৷ বইতে ট্রাম্পের কীর্তিকলাপ নিয়ে আরও অনেক কিছু লিখেছেন মেরি, যার জেরে প্রকাশের আগে থেকেই তাঁর বইয়ের চাহিদা তুঙ্গে৷
▪️বইটিতে তিনিই দাবি করেছেন যে কলেজের ভর্তি পরীক্ষায় ভাল নম্বর পেতে ট্রাম্প অন্যকে টাকা দিয়েছিলেন, নিজের নামে সেই পরীক্ষা দেওয়ার জন্য! কারণ তিনি নাকি বুঝতে পেরেছিলেন যে নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে যে নম্বর প্রয়োজন, তা তিনি নিজে পাবেন না৷ তাই 'চিটিং'-এর পথ বেছেছিলেন ডোনাল্ড ট্রাম্প, বিস্ফোরক অভিযোগ ভাইঝি মেরির৷
▪️আমেরিকার অন্যতম সেরা ইউনিভার্সিটি অব পেনিসিলভেনিয়ার ওর্টান বিজনেস স্কুলে পড়েছিলেন ট্রাম্প৷ তবে সেই সেরা প্রতিষ্ঠানে কীভাবে ভর্তি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তাই নিয়ে কোনও রকম মুখ খোলেনি হোয়াইট হাউজ৷ তাদের বক্তব্য পরিবারের সঙ্গে প্রশাসনের কোনও যোগ নেই৷ তবে এটা বলা হয় যে, মেরি ট্রাম্প ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলেও, ডোনাল্ড ট্রাম্প তাঁর রোগী নন!