

করোনা ভাইরাসের দাপটে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে ৷সোমবারের পর সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১০০০ ৷ Photo- Reuters


WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি নিয়ে ত্রস্ত হয়ে রয়েছে ৷ যেভাবে করোনা ভাইরাস ছড়াচ্ছে তাতে আগুনের থেকে দ্রুগতি রয়েছে বলে তাদের তরফে বলা হয়েছে ৷ পাশাপাশি এত বলে হয়েছে মানব সংস্থা আরও বিপন্ন হয়ে যাবে যদি এই মুহূ্র্তে এই মহামারির ওপর নিয়ন্ত্রণ না আনা হয় ৷


শুধু সোমবার দিনই ১০৩ জনের মৃত্যর খবর রিপোর্টেড হয়েছে হুবেইতে ৷ এখনও অবধি একদিনের এটাই সবেচে বেসি মৃত্যুর সংখ্যা ৷ রবিবার দিন এই মৃত্যের সংখ্যা ছিল ৯১ জন ৷ আর রবিবার ২৮৪১ টি করোনা ভাইরাসের রোগী নতুন ভর্তি হয়েছিল ৷ আর সোমবার দিন সেই সংখ্যাটা ২১৪৭ টি নতুন কেসের ৷


চিনে ইতিমধ্যেই ৪২ হাজার নিশ্চিত করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা হয়েছে ৷ এছাড়াও পৃথিবীর আরও ২৪ টি দেশে ৩১৯ টি করোনা আক্রান্ত ইতিমধ্যেই কনফার্মড ৷


ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ নামের জাহজাটি এখনও ৩৭০০ যাত্রী নিয়ে আটকে রয়েছে জাপানের পোর্ট অফ ইয়োকোহামায় ৷ সেখানে আরও ৬৫ টি কেস পাওয়া গেছে যা আক্রান্তের সংখ্যা নিয়ে গেছে ১৩৫ এ ৷