পাত্র হারলির মা চোখের সামনে ছেলে ও বউমার মৃত্যু দেখলেন৷ এই ক্ষত নিয়ে আমার চিরকাল বাঁচতে হবে, জানিয়েছেন লাশওয়ানা৷ এমনকি ছেলে ও বউমা যে গাড়িতে ছিল, সেখান থেকে তাদের বাইরে নিয়ে আসার চেষ্টা করেন তিনি৷ ফলে হাতে লেগে যায় রক্তের দাগ৷ জানিয়েছেন ভাগ্যহীন এই মা৷ Representative Image