সুখবর! করোনা আক্রান্ত বিশ্বের নিরিখে ভারতের অবস্থা অনেক ভালো, জেনে নিন
আবার যদি জনসংখ্যার মধ্যে করোনা সংক্রমণের নিরিখে দেখা যায়, তা হলে ভারতও আরও ভালো অবস্থানে৷ ১৭৮ নম্বরে থাকছে ভারত৷ বিশ্বের ২৫টি দেশ, যেখানে করোনা আক্রান্ত ও মৃত্যু কম, তারই মধ্যে একটি হল ভারত৷


করোনা মহামারিতে বিশ্ব ছারখার হলেও, ভারত যেন তারই মধ্যে খানিক ভালো অবস্থায়৷ ভারতেও করোনা আক্রান্ত লাফিয়ে বাড়ছে৷ বাড়ছে মৃত্যুও৷ কিন্তু বিশ্বের অন্যান্য দেশের নিরিখে ভারতের অবস্থান অনেকটাই ভালো৷ একটি সার্ভেতে দেখা যাচ্ছে, বিশ্বে প্রতি ১০ লক্ষের মধ্যে ১ জন ভারতীয়ের শরীরে করোনা ভাইরাস পজিটিভ৷ মৃত্যুর নিরিখেও ভালো অবস্থানে ভারত৷


গোটা বিশ্বে ১০ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৬ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে৷ Worldometers-এর ডেটা বলছে,বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে ভারত এখনও ভালো জায়গায় রয়েছে৷ যেখানে ভারতে জনসংখ্যা ১৩০ কোটি৷


যদি করোনা ভাইরাস আক্রান্ত সব দেশের ডেটা দেখা যায়, তাহলে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে মৃত্যুর হারে ২০৮টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক ১৩৩৷


এই তালিকায় শীর্ষ রয়েছে, ইতালি, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইত্জারল্যান্ড ও ব্রিটেনের মতো ইউরোপিয়ান দেশগুলি৷ এশিয়ার মধ্যে একমাত্র ইরান করোনা মৃত্যুর তালিকায় প্রথম ২০ দেশের মধ্যে রয়েছে বর্তমানে৷


আবার যদি জনসংখ্যার মধ্যে করোনা সংক্রমণের নিরিখে দেখা যায়, তা হলে ভারতও আরও ভালো অবস্থানে৷ ১৭৮ নম্বরে থাকছে ভারত৷ বিশ্বের ২৫টি দেশ, যেখানে করোনা আক্রান্ত ও মৃত্যু কম, তারই মধ্যে একটি হল ভারত৷