1/ 5


করোনার ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বে গবেষণা চলছে৷ এ হেন সময়ে ভ্যাকসিনের আবিষ্কারে বিশেষ করে চিনে তত্পরতা তুঙ্গে৷ করোনার ভ্যাকসিনের মানব শরীরে ট্রায়াল শুরু করে দিল চিন৷
2/ 5


চিনের সংস্থা চংখিং ঝিফেই বায়োলজিক্যাল প্রডাক্ট তৈরি করল করোনার সম্ভাব্য ভ্যাকসিন৷ এই ভ্যাকসিনটির হিউম্যান ট্রায়াল বা মানব দেহে ট্রায়ালেও অনুমোদন দিয়ে দিল চিন৷
3/ 5


আনহুই ঝিফেই লংকম বায়োফার্মাসিউটিক্যাল ও দ্য চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজি-র যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই সম্ভাব্য করোনা ভ্যাকসিন৷ এ বার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যও ন্যাশনাল মেডিক্যাল প্রডাক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে৷
4/ 5


৬টি পরীক্ষা মূলক ভ্যাকসিন হিউম্যান ট্রায়াল করছে চিন৷ যদি তা তে সাফল্য আসে, তা হলে করোনার ভ্যাকসিনে ইতিহাস গড়ে ফেলবে চিন৷