

মহাকাশের বিপুল সম্পদের উপরে বহু দিন ধরেই পৃথিবীর বহু দেশের নজর৷ ভিনগ্রহের মাটিতে থাকা খনিজ কিংবা গ্রহাণুতে থাকা বিপুল খনিজের উপর লোভ নতুন নয় পৃথিবীবাসীর৷ সেই খনিজ পেতে একধাপ এগিয়ে গেল চিন৷


বিশ্বের প্রথম অ্যাস্টারয়েড মাইনিং রোবোট বা গ্রহাণু খনন রোবোট মহাকাশে পাঠাচ্ছে চিন৷ চলতি বছরের নভেম্বরেই চিনের ওই রোবট মহাকাশ পাড়ি দেবে৷ গবেষণায় দেখা গিয়েছে, মহাকাশে ঘুরে বেড়ানো গ্রহাণুতে প্রচুর পরিমাণে খনিজ থাকে৷ থাকে মূল্যবান ধাতু৷ ইতিমধ্যেই চাঁদের মাটিতে খনিজ পদার্থের সন্ধান করার তোড়জোড় শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এজন্য বিভিন্ন দেশের বেসরকারি সংস্থাকে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে তারা। চন্দ্রপৃষ্ঠের সেই খনিজ পৃথিবীতে এনে বাজারজাত করারও পরিকল্পনা রয়েছে নাসার।


চিনের পাঠানো ওই রোবট খনন কার্য চালাবে না৷ তবে মহাকাশের বিপুল সম্পদ বা গ্রহাণুতে থাকা খনিজ সম্পদের প্রাথমিক পরীক্ষা চালিয়ে চিনকে তথ্য পাঠাবে৷ সেই মতো পরবর্তী অভিযান৷


৩০ গ্রাম ওজনের ওই মহাকাশযান NEO-1 নভেম্বরে রওনা দেবে মহাকাশে৷ এক সাক্ষাত্কারে অরিজিন স্পেসের অন্যতম কর্ণধার ইউ তিানহং জানিয়েছেন, একাধিক লক্ষ্যে এই রোবোট পাঠানো হচ্ছে৷ মহাকাশে থাকা গ্রহাণু পর্যবেক্ষণ করবে এই রোবোট৷ যদি এই মিশন সফল হয়, হাজার হাজার কোটি ডলারের শিল্পের দরজা খুলে যাবে৷


সংস্থার বক্তব্য, মহাকাশ শিল্পে এই মিশন মাইলস্টোন হতে চলেছে৷ চিনা সংস্থার এই ধরনের আরও একটি মিশন রয়েছে ২০২১ সালের শেষের দিকে বা ২০২২ সালের শুরুতে৷