

মাউন্ট এভারেস্ট-এর উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার৷ যৌথ ভাবে এমনই ঘোষণা করল নেপাল এবং চিন৷ ১৯৫৪ সালে ভারতের করা সমীক্ষার থেকে যা ০.৮৬ মিটার বা ৮৬ সেন্টিমিটার বেশি৷Photo-AFP


২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্প সহ বিভিন্ন কারণে মাউন্ট এভারেস্ট-এর উচ্চতার পরিবর্তন হয়েছে৷ দীর্ঘ দিন ধরেই এই দাবিতে বিতর্ক চলছিল৷ সেই কারণেই নতুন করে মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপে দেখার সিদ্ধান্ত নিয়েছিল নেপাল সরকার৷Photo-Wikipedia


১৯৫৪ সালে সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে মাউন্ট এভারেস্ট-এর উচ্চতা মাপা হয়৷ চিন শেষ বার যখন মাউন্ট এভারেস্ট-এর উচ্চতা মেপেছিল, তখন তা ছিল ৮৮৪৪.৪৩ মিটার৷ যা বর্তমান উচ্চতার থেকে চার মিটার কম ছিল৷Photo-File


১৯৫৪ সালে সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে মাউন্ট এভারেস্ট-এর উচ্চতা মাপা হয়৷ চিন শেষ বার যখন মাউন্ট এভারেস্ট-এর উচ্চতা মেপেছিল, তখন তা ছিল ৮৮৪৪.৪৩ মিটার৷ যা বর্তমান উচ্চতার থেকে চার মিটার কম ছিল৷ Photo-File


এখনও পর্যন্ত ছ' বার মাউন্ট এভারেস্ট-এর উচ্চতা মেপেছে চিন৷ ১৯৭৫ এবং ২০০৫ সালেও এভারেস্ট-এর উচ্চতা মাপে তারা, যার ফল ছিল যথাক্রমে ৮৮৪৮.১৩ মিটার এবং ৮৮৪৪.৪৩ মিটার৷Photo-File