

•৬ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু৷ এবং যার জন্য মূলত দায়ী তার ধর্মই৷ এই অভিযোগ উঠেছে৷ কারণ ধর্মীয় এক রীতি পালন করতে গিয়ে প্রাণ হারাল সে৷ মায়ের কোল খালি করে চিরঘুমে শিশু৷ Representative Image


•চিকিৎসকদের মতে তার হার্ট অ্যাটাক হয়েছে৷ অর্থাৎ হৃদরোগ আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে৷ অচৈতন্য শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখানে তাকে মৃত ঘোষণা করে ডাক্তাররা৷ পাশাপাশি জানানো হয় যে তার ফুসফুস জলে ভরে গিয়েছিল৷Representative Image


•খ্রীষ্ট ধর্মের রীতি ব্যাপটিজম পালন করা হচ্ছিল৷ সেই সময় তাকে তিনবার জলে ডোবানো হয়৷ সেই থেকে শুরু হয় সমস্যা৷ দুর্ভাগ্যজনক ঘটনার পরে চার্চের গোড়ামীর বিরুদ্ধে সরব হয়েছেন সকলে৷ ঘটনাটি সবাইকে নাড়া দিয়েছে এবং ধীরেধীরে সকলে এর প্রতিবাদে নেমেছেন। প্রায় ৫৭ হাজার মানুষ একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন যাতে এই অনুষ্ঠানটি পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনার আহ্বান জানানো হয়।Representative Image


•যিনি এই অনুষ্ঠানে মূল ছিলেন, তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ নেটিজেনরা এর প্রতিবাদ করেছেন এবং কয়েকজন তো এই ঘটনাকে "বর্বরতা" হিসাবে বর্ণনা করেছেন৷Representative Image