হোম » ছবি » বিদেশ » জন্মের পরেই হাসপাতালে নার্সারিতে ৮ সদ্যোজাতকে নির্মম খুন, দশেরও বেশি খুনের চেষ্টা! কাঠগড়ায় নার্স
জন্মের পরেই হাসপাতালে নার্সারিতে ৮ সদ্যোজাতকে নির্মম খুন, দশেরও বেশি খুনের চেষ্টা! কাঠগড়ায় নার্স
Bangla Editor
1/ 5
*জন্মের পরেই হাসপাতালে নার্সারিতে ৮ সদ্যোজাতকে নির্মম খুন। এখানেই শেষ নয়। দশেরও বেশি সদ্যোজাতকে খুনের চেষ্টা। কাঠগড়ায় হাসপাতালেরই নার্স। প্রতীকী ছবি।
2/ 5
*সাংঘাতিক ঘটনাটি নর্থওয়েস্টার্ন ইংলিশ সিটি চেস্টারের। সেখানকারই একটি স্থানীয় হাসপাতালে এই ঘটনা ঘটাচ্ছিলেন এক বছর ৩০-র নার্স। প্রতীকী ছবি।
3/ 5
*পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নার্সের নাম লুসি লেটবি। তবে এবারেই প্রথম নয়। লুসি এর আগেও ২০১৮ এবং ২০১৯ সালে গ্রেফতার হয়। কিন্তু তার বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায় ছাড়া পেয়ে যায় সে। প্রতীকী ছবি।
4/ 5
*কিন্তু কীভাবে শিশু মৃত্যুর নেপথ্যে লুসি, তা বোঝা গেল? জানা গিয়েছে, হাসপাতালের নিওনেটাল ওয়ার্ডে জন্মের পরেই একে একে শিশুরা মারা যাচ্ছিল শারীরিক কোনও সমস্যা না সত্ত্বেও। এরপরেই তদি=অন্তে নেমে স্পষ্ট হয়, ঘটনার পিছনে রয়েছে নার্স লুসি। প্রতীকী ছবি।
5/ 5
*পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের জুন মাস থেকে ২০১৬ সালের জুন মাসের মধ্যে আট শিশুকে খুন এবং দশের বেশি শিশুকে খুনের চেষ্টা করে লুসি। তার তদন্ত চলছিল। সেই অভিযোগেই তাঁকে মঙ্গলবার 'খুনি' নার্স লুসিকে গ্রেফতার করা হয়। প্রতীকী ছবি।
জন্মের পরেই হাসপাতালে নার্সারিতে ৮ সদ্যোজাতকে নির্মম খুন, দশেরও বেশি খুনের চেষ্টা! কাঠগড়ায় নার্স
*পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নার্সের নাম লুসি লেটবি। তবে এবারেই প্রথম নয়। লুসি এর আগেও ২০১৮ এবং ২০১৯ সালে গ্রেফতার হয়। কিন্তু তার বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকায় ছাড়া পেয়ে যায় সে। প্রতীকী ছবি।
জন্মের পরেই হাসপাতালে নার্সারিতে ৮ সদ্যোজাতকে নির্মম খুন, দশেরও বেশি খুনের চেষ্টা! কাঠগড়ায় নার্স
*কিন্তু কীভাবে শিশু মৃত্যুর নেপথ্যে লুসি, তা বোঝা গেল? জানা গিয়েছে, হাসপাতালের নিওনেটাল ওয়ার্ডে জন্মের পরেই একে একে শিশুরা মারা যাচ্ছিল শারীরিক কোনও সমস্যা না সত্ত্বেও। এরপরেই তদি=অন্তে নেমে স্পষ্ট হয়, ঘটনার পিছনে রয়েছে নার্স লুসি। প্রতীকী ছবি।
জন্মের পরেই হাসপাতালে নার্সারিতে ৮ সদ্যোজাতকে নির্মম খুন, দশেরও বেশি খুনের চেষ্টা! কাঠগড়ায় নার্স
*পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের জুন মাস থেকে ২০১৬ সালের জুন মাসের মধ্যে আট শিশুকে খুন এবং দশের বেশি শিশুকে খুনের চেষ্টা করে লুসি। তার তদন্ত চলছিল। সেই অভিযোগেই তাঁকে মঙ্গলবার 'খুনি' নার্স লুসিকে গ্রেফতার করা হয়। প্রতীকী ছবি।