বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল। অথচ সেখানেই কি টাইম বোম্ব ফিট করে রেখেছে মানুষ! না হলে নিজেদের সর্বনাশ নিজেরাই কি কেউ এভাবে করতে পারে!
2/ 6
একটি স্যটেলাইট বেস রিপোর্ট বলছে, ২০২১ সালে ব্রাজিলের অ্যামাজন থেকে প্রতি সেকেন্ডে ১৮টি করে গাছ উধাও হয়েছে। যার ফলে ১৬,৫০৭ বর্গ কিমি জায়গা ফাঁকা হয়ে গিয়েছে।
3/ 6
২০২০ সালে ব্রাজিলের অ্যামজনে ১৩৭৮৯ বর্গ কিমি অঞ্চল থেকে গাছ কেটে সাবাড় হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিচ্ছায় অরণ্যের ৬০ শতাংশ জায়গায় গাছ কাটা চলছে দেদার।
4/ 6
গাছ কেটে কৃষির জন্য উপযুক্ত জমি বের করছেন স্থানীয় বাসিন্দারা। চলছে বেআইনি পথে খনিজ পদার্থ সন্ধানের কাজ। এছাড়া দামী গাছ কেটে চোরাই পথে বিক্রির মতো সমস্যা তো রয়েছেই।
5/ 6
গত তিন বছরে ব্রাজিলের অ্যামাজনে ৪২ হাজার বর্গ কিমি অঞ্চল থেকে গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে। চলতি বছরের জুন মাসেই প্রায় ৩৯৮৮ বর্গ কিমি জায়গা থেকে গাছ কাটা হয়েছে।
6/ 6
পরিবেশবিদরা অভিযোগ করেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো সব দেখেও নীরব দর্শকের ভূমিকা রয়েছেন। এমনও অভিযোগ রয়েছে, তিনিই অ্যামাজনে গাছ গাটার ব্যাপারে পরোক্ষভাবে মদত দিচ্ছেন।