1/ 6


• পাকিস্তানের আকাশে ঘন কালো মেঘ ৷ চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ৷ বিপুল ঋণে জর্জরিত পাকিস্তানের বাজার এখন অগ্নিমূল্য ৷ অর্থনীতি প্রায় ভাঙনের মুখে ৷
2/ 6


• ফলে এখন পাকিস্তানে দুধের দামও লিটার প্রতি ১২০ টাকা ৷ খোলা বাজারে দাম আরও বেশি ৷ সেখানে লিটার প্রতি দাম ১৮০ টাকা ৷
3/ 6


• শুধু দুধ নয়, সমস্ত সবজি, ফল, মুদিখানার জিনিস, পেট্রোল, জিজেল সবকিছুর দামই আকাশছোঁয়া হয়ে উঠেছে ৷
5/ 6


• মুদ্রাস্ফীতি কমানোর জন্য পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক ১০.৭৫ শতাংশ সুদের হার কমিয়ে দিয়েছে ৷