

মার্কিন স্পেস রিসার্চ সেন্টার NASA এক দারুণ দুঃসংবাদ দিয়েছে৷ 2020 RK2 নামের একটি অ্যাস্টোরয়েড অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷ এই অ্যাস্টোরয়েড অক্টোবরেই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে৷ পৃথিবীর একদম কাছ ছুঁয়ে যাওয়ার সম্ভবনাও এড়িয়ে দিতে পারছেন না মহাকাশবিজ্ঞানীরা৷ বিজ্ঞানীরা এই বিষয়টির ওপর কড়া নজর রেখেছেন৷ Photo-Representative


সেপ্টেম্বর মাসে বিজ্ঞানীরা প্রথমবার এই অ্যাস্টোরয়েডের সন্ধান পান৷ NASA -র মত অনুযায়ি 2020 RK2 ২৪০৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে৷ অনুমান করা হচ্ছে এই অ্যাস্টোরয়েডের ব্যাস ৩৬ থেকে ৮১ মিটার৷ পাশাপাশি এটা চওড়ায় ১১৮ থেকে ২৬৫ ফিট হতে পারে৷ NASA জানিয়েছে পৃথিবী থেকে এই অ্যাস্টোরয়েডকে দেখা যাবে না৷ ইস্টার্ন জোনের সময়ের হিসেবে দুপুর একটা ১২ মিনিটে , ব্রিটেনের সময় অনুযায়ি সন্ধ্যা ৬টা বেজে ১২ মিনিটে পৃথিবীর কান ঘেঁষে যাবে এই গ্রহাণু৷ নাসা-র ধারণা এই গ্রহাণুটি মারাত্মক গতিতে পৃথিবীর ২,৩৭৮, ৪৮২ মাইল দূর থেকে বেরিয়ে যাবে৷Photo-Representative


জানিয়ে দেওয়া দরকার ২০২০ থেকে ২০২৫ -র মধ্যে 2018 VP1 পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে৷ ৭ ফুট এর আয়তন হওয়ায় সংঘর্ষ হলেও খুব বড় ক্ষয়ক্ষতি হতে পারবে না৷ এরচেয়ে আকারে বড় ১৭৭ ফুট Asteroid 2005 ED224 ২০২৩ -২০২৪-র মধ্যে পৃথিবীর কাছ দিয়ে ়যাবে৷ এটাও পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করতে পারেষ নাসার Sentry সিস্টেম এই সমস্ত মহাজাগতিক ঘটনার ওপর সর্বক্ষণ নজর রাখে৷ তাদের মতে সামনের একশ বছরে অন্তত ২২ টি মহাজাগতিক পিণ্ডের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভবনা থাকছে৷Photo-Representative