

পর্নোগ্রাফি যেমন আলোচনার শেষ নেই , ঠিক তেমনিই এই বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দেশের নীতি কিম্বা বিভিন্ন কোম্পানির নীতিরও শেষ নেই ৷ কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রক থেকে ভারতের বহু পর্নোগ্রাফি সাইট নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ৷ Photo- Representive Image


এবার পর্নোগ্রাফির ওপর নিয়ন্ত্রণ আনতে কড়া পদক্ষেপ নিল অ্যাপেল কর্তৃপক্ষ ৷ তাঁরা নিজেদের অ্যাপস্টোর থেকে বাতিল করে দিল সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম ৷ File Photo


অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে ফোন যেহেতু ছোটরাও হাত দেয় বা ঘাঁটাঘাঁটি করে তাই যৌন উত্তেজনাপূর্ণ কোনও বিষয় তা সে ভিডিও, ছবি কিম্বা GIFs যাই হক তা তাদের দেখা বা শোনা কাম্য নয় ৷ File Photo


বিশ্বমানের এই বহুজাতিক সংস্থা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পর্নোগ্রাফি দূরীকরণের এই পদক্ষেপ নিয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টাম্বলারকে নিজেদের অ্যাপ স্টোর থেকে বাদ দিয়ে দিয়েছে ৷ File Photo


আর বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত এই ফোনের প্লে স্টোরে বাদ পড়ায় নড়েচড়ে বসেছে টাম্বলার ৷ দ্রুত নির্দেশ জারি হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যটাফর্মে যৌন উত্তেজনামূলক কোনোও কিছু দেখানো যাবে না বা ব্যবহারকারীরা সেটা শেয়ার বা পোস্টও করতে পারবেন না৷ অর্থাৎ সহজে পর্নোগ্রাফি পাওয়া যায় এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপাতত দূর পর্নোগ্রাফি ৷ File Photo