আন্টার্টিকা (Antarctica) গত ২ বছরে চার মাসের ব্যবধানে ৮৫ হাজার বার ভূমিকম্প (Earthquake) হয়েছে৷ এই ঘটনার কারণে তদন্ত করতে নেমে জানা গেছে এই প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পের কারণ সমুদ্রের তলার এক আগ্নেয়গিরি (Volcano) জ্বালামুখ থেকে উদগিরণ শুরু হয়েছে৷ বছরের পর বছর তা সুপ্ত থাকার পর ২০২০ তে ফের উদগিরণ শুরু করেছে৷ এরপরেই ভূমিকম্পের এই মারাত্মক ধারা শুরু হয়েছে৷ লাগাতার ম্যাগমা বেরোচ্ছে৷ Photo- Representative
ভূগর্ভীয় সময় (Geological Timescle) দেখা যায় যদি তাহললে মানবজীবন কালে দেখা পাওয়া মুশকিল৷ এই গতিবিধি ব্রেসফিল্ডের জলসন্ধিতে (Bransfield Strait) আর্কা সামাউন্ট নামে নিষ্ক্রিয় জ্বালামুখ ছিল৷ যাসমুদ্রতলের থেকে ৯০০ মিটার উঁচু৷ এই জলসন্ধি দক্ষিণী শেথল্যান্ড, এবং আন্টার্টিকার উত্তরপশ্চিমী শীর্ষের মধ্যের রাস্তা৷ Photo- Representative
রিসার্চাররা পেয়েছেন ভূমিকম্পের এই সিরিজে দুটি ভূমিকম্প সবচেয়ে শক্তিশালী৷ এতে ৫.৯ রিখটার স্কেলে অক্টোবর ২০২০ তে হয়৷ আর দ্বিতীয় ভূমিকম্পটি হয় ৬.০ রিখটার স্কেলে৷ এই দুটি বড় ভূমিকম্পের পর এই লাগাতার ঘটনা কমতে থাকা৷ তাই বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সময়েই কোনও আগ্নেয়গিরি সক্রিয় হওয়ায় জ্বালামুখ থেকে অগ্নুৎপাত হয়৷ Photo- Representative