সঠিক ফলাফলের ভবিষ্যদ্বাণী করার জন্য 'মার্কিন নির্বাচনের নস্ট্রাদামুস' হিসেবে খ্যাত অ্যালান লিচটম্যান৷ ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির এই অধ্যাপক আমেরিকার অন্তত চল্লিশটি নির্বাচনের ফলাফলের সঠিক ভবিষ্যদ্বাণী করেছেন৷ যার মধ্যে ১৯৮৪ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের কাছে ডেমোক্র্যাট প্রার্থী ওয়াল্টার মোন্ডালের পরাজয়ের ঘটনাও রয়েছে৷