

বিবাদিত দক্ষিণ চিন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণে যুক্ত থাকার অভিযোগে চিনের ২৪টি সংস্থা এবং তাদের আধিকারিকদের নিষিদ্ধ করল আমেরিকা৷ Photo- Reuters


মার্কিন বাণিজ্য দফতরের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এই সংস্থাগুলি চিনকে দক্ষিণ চিন সাগরে বিবাদিত আউটপোস্টগুলির নির্মাণ এবং সামরিক পরিকাঠমো গড়ে তুলতে সাহায্য করেছে৷


চিনের যে ২৪টি সরকারি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে চিনের নামজাদা নির্মাণ সংস্থা চায়না কমিউনিকেশনস লিমিটেডের অধীনস্ত বেশ কয়েকটি সংস্থা৷ এর পাশাপাশি চিনা টেলি কমিউনিকেশন সংস্থা এবং চায়না শিপ বিল্ডিং গ্রুপের একটি ইউনিটও রয়েছে৷


দক্ষিণ চিন সাগরের উপরে একাধিক দেশের দাবি রয়েছে৷ সেখানেই একতরফা ভাবে চিন সামরিক পরিকাঠামো গড়ে তোলায় ক্ষুব্ধ আমেরিকা৷ বেজিংয়ের উপরে চাপ বাড়াতেই তাই এই কড়া পদক্ষেপ করল ওয়াশিংটন৷ প্রতীকী ছবি


এই চিনা সংস্থাগুলির উপরে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন বিদেশসচিব মাইক পম্পিও বলেন, '২০১৩ সাল থেকে গণপ্রজাতন্ত্রী চিন তাদের সরকারি সংস্থাগুলি ব্যবহার করে বিবাদিত দক্ষিণ চিন সাগরে সামরিক পরিকাঠামো গড়ে তুলে প্রায় ৩০০০ একর এলাকা দখল করেছে৷ এর ফলে ওই অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে, প্রতিবেশীদের সার্বভৌম অধিকার থেকে বঞ্চিত করার পাশাপাশি পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে৷'PHOTO- ANI


যে চব্বিশটি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে, সেগুলিকে মার্কিন বাণিজ্য দফতরের 'এনটিটি লিস্ট'-এর আওতায় ফেলা হয়েছে৷ এর ফলে চাইলে এই সংস্থাগুলিকে আমেরিকা থেকে কোনও রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করতে পারবে আমেরিকার প্রশাসন৷(REUTERS/Damir Sagolj)