

বুলবুলের ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে ওঠার আগেই ফের ঘূর্ণিঝড়ের বার্তা ৷ ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতির খতিয়ান নিয়ে এখনও চলছে হিসেব ৷ আতঙ্কের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি বিধ্বস্ত এলাকার বাসিন্দারা ৷ বুলবুল বয়ে যাওয়ার দু’দিনের মধ্যেই ফের আরও এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷


দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া মাটমো ঘূর্ণিঝড় থেকে তৈরি হয়েছিল বুলবুল ৷ যা ওড়িশা ও বাংলার উপকূলবর্তী এলাকায় ধ্বংসলীলা চালিয়ে চলে যায় বাংলাদেশ ৷ নয়া ঘূর্ণিঝড় ‘নাকরি’ এবার ধেয়ে আসছে ৷ এর উৎপত্তিস্থলও দক্ষিণ চিন সাগরে ৷


দক্ষিণ চিন সাগরে জন্মস্থল বলে ‘ট্রপিক্যাল সাইক্লোন’-এর লিস্টে এর নাম নেই ৷ তবে তাতও কাটছে না বিপর্যয়ের সম্ভাবনা ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী এই ঘূর্ণাবর্ত আপাতত এগোচ্ছে ভিয়েতনামের দিকে ৷


ভিয়েতনাম উপকূলে ভারী বৃষ্টিপাত হবে এই ঝড়ের কারণে ৷ এর ফলে শক্তিক্ষয় হবে ঘূর্ণিঝড় ‘নাকরি’-এর ৷ আবহাওয়া দফতরের জানিয়েছে, শক্তিক্ষয়ের পর ঘূর্ণাবর্তে পরিণত হবে নাকরি ৷ যার গন্তব্য হবে দক্ষিণ থাইল্যান্ড, মায়ানমার ৷


তবে মায়ানমার পেরলেই বঙ্গোপসাগরে এসে যদি এই ঘূর্ণাবত শক্তি সঞ্চয় করে তবে ফের তৈরি হবে নয়া ঘূর্ণিঝড় ৷ তাহলেই নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মতো উপকূলবর্তী রাজ্যগুলিতে ৷