হোম » ছবি » বিদেশ » মেসির সঙ্গে দেখা করেছিল খুদে আফগান ভক্ত, তালিবান তার কী করেছিল জানেন?

Messi Fan in Afghanistan: মেসির সঙ্গে দেখা করেছিল খুদে আফগান ভক্ত, তালিবান তার কী করেছিল জানেন?

  • Bangla Digital Desk

  • 15

    Messi Fan in Afghanistan: মেসির সঙ্গে দেখা করেছিল খুদে আফগান ভক্ত, তালিবান তার কী করেছিল জানেন?

    খ্যাতির বিড়ম্বনা! এ যেন খ্যাতির কারণেই সাক্ষাৎ মৃত্যু। কে জানত স্রেফ মেসি ভক্তির কারণেই তালিবান তার পিছনে পড়ে যাবে? বাবাকে ছেড়ে, ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হবে বছর সাতেকের মুতার্জা আহমেদিকে! আর এ সবের জন্যই পরোক্ষ ভাবে হলেও দায়ী হবেন প্রবাদপ্রতিম ফুটবলার লিওনেল মেসি!

    MORE
    GALLERIES

  • 25

    Messi Fan in Afghanistan: মেসির সঙ্গে দেখা করেছিল খুদে আফগান ভক্ত, তালিবান তার কী করেছিল জানেন?

    ২০১৬ সালের জানুয়ারি খুদে মুর্তাজার একটি ছবি ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায় মেসির ছবি নিয়ে আর্জেন্টিনার জার্সির আদলে শার্ট বানিয়েছে মুর্তাজা। তা-ও আবার সাদা-কালো প্লাস্টিক ব্যাগ নিয়ে। তাতে লেখা মেসির নাম এবং জার্সি নম্বর। সেই ছবি ভাইরাল হতেই তা নজরে পড়ে মেসিরও। এরপর নিজের উদ্যোগেই কাতারে সেই খুদে ভক্তের সঙ্গে দেখা করেন মেসি।

    MORE
    GALLERIES

  • 35

    Messi Fan in Afghanistan: মেসির সঙ্গে দেখা করেছিল খুদে আফগান ভক্ত, তালিবান তার কী করেছিল জানেন?

    তাকে নিজের সই করা দু'টি শার্ট, একটি সই করা ফুটবলও দিয়েছিলেন মেসি। তারপর থেকেই মুর্তাজা পৃথিবী বিখ্যাত হয়ে যায়। আর ঠিক তারপর থেকেই পালিয়ে বেড়াতে হয় তাঁকে। কারণ মেসির সঙ্গে দেখা করার পরই তালিবানের চক্ষুশূল হয়ে উঠেছিল মুতার্জা।

    MORE
    GALLERIES

  • 45

    Messi Fan in Afghanistan: মেসির সঙ্গে দেখা করেছিল খুদে আফগান ভক্ত, তালিবান তার কী করেছিল জানেন?

    আফগানিস্তানের গজনি প্রদেশের যে জাঘরিতে ছোট্টবেলাটা নিশ্চিন্তে কাটাচ্ছিল মুর্তাজা, তা আর নিশ্চিন্তে কাটাতে পারেনি সে। সেখানও চলে তালিবানের হামলা। মুর্তাজা বলেছিলেন, 'তালিবান চায় না আমরা ফুটবল খেলি। সর্বক্ষণ মেশিনগান কিংবা কালাশনিকভের আওয়াজ শুনছি, রকেট ছোড়া দেখতে পাচ্ছি। চারিদিকে শুধুই মানুষের চিৎকার।'

    MORE
    GALLERIES

  • 55

    Messi Fan in Afghanistan: মেসির সঙ্গে দেখা করেছিল খুদে আফগান ভক্ত, তালিবান তার কী করেছিল জানেন?

    ছোট্ট মেসি-ভক্ত ভয় পেয়ে মাকে বলেছিল, তাকে অন্য কোথাও নিয়ে যেতে। তার বাবা তাই তাকে লাগোয় বামিয়ান শহরে পাঠিয়ে দিয়েছিল। এরপর তাঁর গন্তব্য হয়েছিল কাবুল। তখন কাবুলে ছিল গণতান্ত্রিক সরকার। এখন সেই আফগানিস্তানের পুরোটাই তালিবানের দখলে। মুর্তাজার খবর পেতে তাই উৎকণ্ঠার প্রহর কাটছে ফুটবলপ্রেমীদের অনেকের।

    MORE
    GALLERIES