২০১৬ সালের জানুয়ারি খুদে মুর্তাজার একটি ছবি ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায় মেসির ছবি নিয়ে আর্জেন্টিনার জার্সির আদলে শার্ট বানিয়েছে মুর্তাজা। তা-ও আবার সাদা-কালো প্লাস্টিক ব্যাগ নিয়ে। তাতে লেখা মেসির নাম এবং জার্সি নম্বর। সেই ছবি ভাইরাল হতেই তা নজরে পড়ে মেসিরও। এরপর নিজের উদ্যোগেই কাতারে সেই খুদে ভক্তের সঙ্গে দেখা করেন মেসি।
আফগানিস্তানের গজনি প্রদেশের যে জাঘরিতে ছোট্টবেলাটা নিশ্চিন্তে কাটাচ্ছিল মুর্তাজা, তা আর নিশ্চিন্তে কাটাতে পারেনি সে। সেখানও চলে তালিবানের হামলা। মুর্তাজা বলেছিলেন, 'তালিবান চায় না আমরা ফুটবল খেলি। সর্বক্ষণ মেশিনগান কিংবা কালাশনিকভের আওয়াজ শুনছি, রকেট ছোড়া দেখতে পাচ্ছি। চারিদিকে শুধুই মানুষের চিৎকার।'
ছোট্ট মেসি-ভক্ত ভয় পেয়ে মাকে বলেছিল, তাকে অন্য কোথাও নিয়ে যেতে। তার বাবা তাই তাকে লাগোয় বামিয়ান শহরে পাঠিয়ে দিয়েছিল। এরপর তাঁর গন্তব্য হয়েছিল কাবুল। তখন কাবুলে ছিল গণতান্ত্রিক সরকার। এখন সেই আফগানিস্তানের পুরোটাই তালিবানের দখলে। মুর্তাজার খবর পেতে তাই উৎকণ্ঠার প্রহর কাটছে ফুটবলপ্রেমীদের অনেকের।