ডেইলি স্টারের রিপোর্ট বলছে, অ্যাশলে ডিস্টেফানো (Ashley Distefano) যিনি কিনা টিকটকে খুব সক্রিয়, তাঁকে দেখে বয়স বোঝা যায় না। ইনস্টাগ্রামেও তাঁর প্রচুর ফলোয়ার রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তিনি নিজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তার পর লোকজন তাঁর কাছে ত্বকের যত্নের টিপস চাইতে শুরু করেছে।