

*সমুদ্র সৈকতে বিকিনি পরে হাঁটছে পুরুষ! কেমন লাগবে কল্পনা করতে পারছেন? নিশ্চয়ই না। কারণ এই চিন্তা মাথাতেই তো কখনও আসেনি। সি বিচে আকর্ষণীয় পুরুষের অঙ্গে কখনও দেখা যায় নামী কোনও সংস্থার অন্তর্বাস আবার কখনও বক্সার জাতীয় কোনও স্বল্প দীর্ঘের প্যান্ট। ছবিঃ ইনস্টাগ্রাম।


*তবে ভাবনা বদলের সময় হয়েছে। সমুদ্র সৈকতে বিকিনি পরিহিতা আকর্ষণীয় কোনও নারীর পাশে এ বারে দেখা যেতেই পারে বিকিনি পরিহিত পুরুষকে। সৌজন্যে 'ব্রোকিনি' (BROKINI)। ছবিঃ ইনস্টাগ্রাম।


*টরেন্টোতে বসবাসকারী দুই বন্ধুর ভাবনার ফসল 'ব্রোকিনি'। চাদ সাসকো এবং টেলর ফিল্ড নামে দুই যুবক খুলে ফেলেছে তাঁদের ব্যান্ড 'ব্রোকিনি', তাঁরা বিক্রি করছেন ছেলেদের স্টাইলিশ 'ব্রেজার বিচওয়্যার'। ছবিঃ ইনস্টাগ্রাম।


*ব্রোকিনি অর্থাৎ ছেলেদের এই বিকিনি দেখে বেশ অভিনব। বক্সিং রিংয়ের কুস্তিগীরদের পরনে থাকা পোশাকের মতো দেখতে ব্রোকিনিতে রয়েছে 'Single Shoulder Strap'। যার ফলে 'ব্রোকিনি' দেখতে হয়েছে আকর্ষণীয়। এতে যেমন সুইম স্যুটের আরাম পাবেন ক্রেতা, ঠিক তেমনই তাঁর শরীরের প্রতিটি পেশী প্রদর্শন করতে পারবেন। ছবিঃ ইনস্টাগ্রাম।


*আপাতত ব্রোকিনি পাওয়া যাচ্ছে ২ টি প্রিন্টে। একটি ব্রোমিঙ্গো প্রিন্ট, ওপরটি পাইন্যাপেল। ব্রোমিঙ্গো প্রিন্টে সাদার ওপর গোলাপি দিয়ে ফ্লেমিঙ্গো আঁকা। ওপরটি নীলের ওপর হলুদ আনারসের প্রিন্ট। ছবিঃ ইনস্টাগ্রাম।


*পুরুষদের কাছে আকর্ষণীয় এই ব্রোকিনির দাম কত? ওয়েবসাইট অনুযায়ী একটি ব্রোকিনির দাম ৪৫ ডলার। ১৯ জুলাই দুই বন্ধু তাঁদের প্রডাক্ট প্রথম বিক্রি করেছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।