

ভিয়েতনামের এই মহিলা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়েছেন ৷ যখন তিনি তাঁর নতুন ছবির সঙ্গে পুরনো ছবি শেয়ার করেছেন ৷ ছবি পোস্ট করে লিখেছেন যখন তিনি ১৭ বছরের ছিলেন ও ক্লাস ইলেভেনে পড়তেন ৷ তখনই তাঁর বয়ফ্রেন্ড তাঁকে ছেড়ে দিয়েছেন কেননা তাঁকে দেখতে খুব একটা সুন্দর ছিলনা ৷ ছবি সৌজন্যে- kienthuc.net.vn


মেয়েটি লিখেছেন তিনি দেখতে ভাল নয় ৷ সেই কারণেই তাঁর বয়ফ্রেন্ড সম্পর্কে ছেদ করেছেন ৷ কারোর সঙ্গে পরিচয় তো দূরস্ত, কারোর সঙ্গে দেখা হলে পরিচয় করাতেও ইতস্তত করতেন তাঁর বয়ফ্রেন্ড ৷ ছবি সৌজন্যে-kienthuc.net.vn


অত্যন্ত দুঃখের গল্প ৷ সে জীবনের গল্প অল্প হলেও বারেবারে মনকে আচ্ছন্ন করে ৷ ছবি সৌজন্যে-kienthuc.net.vn


২১ বছরের গুয়েন তুয়ঙ্গে লিখেছেন ৷ ক্লাস ইলেভেনে যখন পড়তেন প্রেমিক তাঁর রূপের জন্য সম্পর্ক ছিন্নভিন্ন করেছেন ৷ বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে পারতেন না প্রেমের সম্পর্কে তখনই ছেদ আসে যখন তিনি গুয়েন তুয়ঙ্গে তাঁর জন্মদিনে বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন ৷ ছবি সৌজন্যে-kienthuc.net.vn


তুয়ঙ্গে পুরনো ঘটনা মনে করতে করতে জানিয়েছএন যখন জন্মদিনর পার্টি চলছিল ঠিক তখনই এনেকে জানিয়েছিলেন এমন সুপুরুষের এমন কুৎসিত গার্লফ্রেন্ড হয় কী করে? ব্যাপারটি আরও জটিল তখনই হয় যখন বন্ধুদের সঙ্গে আলাপ করানোর ভয়ে প্রেমিক তাঁর থেকে অনেক দূরে থাকতেন ৷ ছবি সৌজন্যে-kienthuc.net.vn.


মাত্র ১৭ বছরের এক নারীর জীবনের যন্ত্রণার গল্প ৷ এর কারণেই চরমতম অপমাণিত হয়ে মেয়েটি তাঁর প্রেমিকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করেছেন ৷ ছবি সৌজন্যে-kienthuc.net.vn.


তিনি আরও দুঃখ পেয়েছেন, যখন সম্পর্ক ছেদের বিষয়ে প্রেমিক তৎক্ষণাৎ রাজি হয়েছিলেন ৷ ছবি সৌজন্যে-kienthuc.net.vn.


এমন রোমান্টিক সম্পর্কের অবশেষে অবসান হয় ৷ গুয়েন তুয়ঙ্গে আরও দুঃখ পেয়েছিলেন যখন তিনি তাঁর প্রাক্তন প্রেমিককে নেক বড় এক মহিলার সঙ্গে ঘুরতে দেখেছেন ৷ ছবি সৌজন্যে-kienthuc.net.vn.


তিনি বুঝতে পরেছলেন তাঁর প্রেমিক তাঁর শারীরিক সৌন্দর্যই ুছন্দ করতেন ৷ মানসিক সৌন্দর্যের কোনও বিষয়ই নেই ৷ ছবি সৌজন্যে-kienthuc.net.vn.