

▪️যেসব ভারতীয় করোনায় মারা গিয়েছেন তারা সকলেই পুরুষ এবং ১০জন নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা৷ এদের মধ্যে ৪জন নিউ ইয়র্কের ট্যাক্সি চালক ছিলেন৷


▪️যেসব ভারতীয় করোনায় মারা গিয়েছেন তারা সকলেই পুরুষ এবং ১০জন নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা৷ এদের মধ্যে ৪জন নিউ ইয়র্কের ট্যাক্সি চালক ছিলেন৷


▪️১ জন ভারতীয় ফ্লোরিডার বাসিন্দা বলে জানানো হয়েছে৷ ক্যালিফোর্নিয়া এবং টেক্সসে করোনায় মৃত্যু হয়েছে ভারতীয় বংশদ্ভুতের, এই খবরও সামনে আসছে৷


▪️বাকি যে ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে তাদের মধ্যে ৪জন মহিলা ও বাকিরা পুরুষ৷ এদের মধ্যে কেউ কেউ রেয়েছেন নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে৷ বাকিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন টেক্সস, ক্যালিফোর্নিয়ায়৷ জন্মসূত্রে এরা ভারতের উত্তরাখাণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটক এবং উত্তরপ্রেদেশর৷


▪️আমেরিকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস থেকে সবরকমের সাহায্য পাচ্ছেন আক্রান্তরা৷ এছাড়াও স্থানীয় প্রশাসন, ইন্দো-আমেরিকান সংগঠন পাশে দাঁড়িয়েছে তাদের৷ নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে৷ অন্যান্য ভারতীয় এবং করোনা আক্রান্ত ভারতী পড়ুয়াদেরও বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হচ্ছে৷