ঘরের ভিতর ১০০-র বেশি কুকুরের মৃতদেহ। এতগুলো খুন করেও বৃদ্ধ বিন্দুমাত্র অনুতপ্ত নন! বীভৎস খুনের ঘটনা শুনে চমকে উঠবেন।
2/ 6
ব্যস্ত শহরের মাঝে বাড়ি। সেখানেই এমন নারকীয় হত্যাকাণ্ড! ৬০ বছর বয়সি এক বৃদ্ধ কুকুরদের খুন করতেন না খাইয়ে রেখে।
3/ 6
দক্ষিণ কোরিয়ার ইয়াংপিয়ং শহরের ঘটনা। এক বৃদ্ধ পরিত্যক্ত কুকুরদের তুলে আনতেন রাস্তা থেকে। তার পর তাদের না খাইয়ে রেখে দিতেন দিনের পর দিন।
4/ 6
কুকুরের প্রতিপালন করত যাঁরা তাঁরাই ওই বৃদ্ধের কাছে কুকুর বিক্রি করত। বিক্রির উদ্দেশ্য সেই কুকুরগুলোকে মেরে ফেলা। প্রতি কুকুরের জন্য ওই বৃদ্ধ ৬.৪২ ইউরো করে পেতেন। তার পর কুকুরদের দিনের পর দিন না খাইয়ে রেখে মেরে ফেলতেন।
5/ 6
যে সব কুকুরদের প্রজননক্ষমতা হ্রাস পেত, তাদের নিয়ে এসে মেরে ফেলতেন সেই বৃদ্ধ। জেরার তিনি সে কথা স্বীকার করেছেন। ওই ব্যক্তির বিরূদ্ধে প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের হয়েছে।
6/ 6
ওই ব্যক্তি এমন নারকীয় ঘটনা ঘটিয়ে বিন্দুমাত্ অনুতপ্ত নন। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, তাঁর তিন বছরের জন্য জেল হতে পারে। সঙ্গে ১৯ হাজার ইউরো জরিমানা।
কুকুরের প্রতিপালন করত যাঁরা তাঁরাই ওই বৃদ্ধের কাছে কুকুর বিক্রি করত। বিক্রির উদ্দেশ্য সেই কুকুরগুলোকে মেরে ফেলা। প্রতি কুকুরের জন্য ওই বৃদ্ধ ৬.৪২ ইউরো করে পেতেন। তার পর কুকুরদের দিনের পর দিন না খাইয়ে রেখে মেরে ফেলতেন।
যে সব কুকুরদের প্রজননক্ষমতা হ্রাস পেত, তাদের নিয়ে এসে মেরে ফেলতেন সেই বৃদ্ধ। জেরার তিনি সে কথা স্বীকার করেছেন। ওই ব্যক্তির বিরূদ্ধে প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের হয়েছে।