Home » Photo » international » Coronavirus|| মাত্র ৬২ দিনে করোনা আক্রান্ত ১০০ মিলিয়ান, ৬২ লক্ষের মৃত্যু, কবে আসছে চতুর্থ ঢেউ?
Coronavirus|| মাত্র ৬২ দিনে করোনা আক্রান্ত ১০০ মিলিয়ান, ৬২ লক্ষের মৃত্যু, কবে আসছে চতুর্থ ঢেউ?
100 million coronavirus cases increases in the world last 62 days: উদ্বেগের বিষয়, ১০টি দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। তার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রাজিল, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইতালি, ফ্রান্স, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রিয়া।
*১৭ নভেম্বর ২০১৯, চিনে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছিল। এরপর পরবর্তী ২২২ দিন অর্থাৎ ২৫ জুন ২০২০-এর মধ্যে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১০ মিলিয়নে পৌঁছে যায়। এক থেকে ১০ কোটি রোগী হতে মাত্র ২১৪ দিন লেগেছিল। প্রতীকী ছবি।
2/ 7
*এরপর সংক্রমণের গতি অতিরিক্ত হাতে বাড়তে শুরু করে। মাত্র ১৯০ দিনে বিশ্বব্যাপী রোগীর সংখ্যা ২০০ মিলিয়নে পৌঁছে গিয়েছিল। প্রতীকী ছবি।
3/ 7
*করোনা আমেরিকাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এখনও পর্যন্ত ৮.২০ কোটি মানুষ সংক্রমণের কবলে পড়েছেন। তবে তাঁদের মধ্যে ৭.৯৯ কোটি মানুষ সুস্থও হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১০ লক্ষ মানুষ। প্রতীকী ছবি।
4/ 7
*সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত ভারতে ৪.৩০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৪.২৫ কোটি মানুষ সেরে উঠেছেন। ৫.২১ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। এখন ভারতে মাত্র ১১ হাজার মানুষ করোনা আক্রান্ত। তাঁদের চিকিৎসা চলছে। প্রতীকী ছবি।
5/ 7
*বর্তমানে প্রতিদিন ৬ থেকে ১০ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন। ১৫০০ থেকে ৩০০০ হাজার আক্রান্তের মৃত্যু হচ্ছে। সুস্থ হচ্ছেন ৬-৭ লক্ষ মানুষ। প্রতীকী ছবি।
6/ 7
*তবে উদ্বেগের বিষয়, ১০টি দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। তার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রাজিল, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইতালি, ফ্রান্স, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রিয়া। প্রতীকী ছবি।
7/ 7
*গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ১৪ লক্ষের বেশি আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। প্রাণ হারিয়েছে ২১০০ মানুষ। সাত দিনে জার্মানিতে ১০ লক্ষ এবং ফ্রান্সে ৯ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। প্রতীকী ছবি।