1/ 4


ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলর ৷ আজ প্রায় ২১ দিন পর দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ৷ রাজধানী দিল্লিতে সোমবার পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৫ পয়সা করে ৷ ডিজেলের দাম বেড়েছে ৬-৭ পয়সা করে প্রতি লিটারে ৷
2/ 4


রবিবার পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত ছিল ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম ৭০.৩৩ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম লিটার প্রতি ৬৫.৬২ টাকা ৷
3/ 4


বাণিজ্য নগরী মুম্বইয়ে এদিন পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৫.৯৭ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের ক্ষেত্রে দাম বেড়ে হয়েছে ৬৮.৭১ টাকা ৷
4/ 4


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের নিরিখে টাকার দামের উপর নির্ভর করে পেট্রোল ডিজেলের দাম ৷
Loading...