

দাম কমল Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের। কোম্পানি যদিও এখনও অফিসিয়ালি জানায় নি। কিন্তু অনলাইন ষ্টোরে 64GB ভেরিয়েন্ট পাওয়া যাছে নতুন দামে। (Photo collected)


সব রঙের ফোনের দাম কমেছে। তাও আপনি শুধু মাত্র কালো, নীল, বেগুনী অ্যান্ড লাল রঙের ফোন কিনতে পারবেন কারন পোলারিস ব্লু রঙ এখন পাওয়া যাছে না। (Photo collected)


গোল্ডেন রঙের ফোনের ও দাম কমেছে। গোল্ডেন রঙের ফোন শুধু 128GB ভেরিয়েন্ট পাওয়া যায় । অফলাইনেও এই ফোনের দাম কমেছে বলে জানাগিয়েছে। (Photo collected)


ডুয়াল সিম S9 প্লাসে রয়ছে ৫.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে কোম্পানির নিজস্ব Exynos 9810 প্রসেসার। (Photo collected)


সাথে রয়েছে 4GB RAM। 64GB আর 256GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 3000mAh ব্যাটারি। (Photo collected)


ছবি তোলার জন্য রয়েছে 12MP রিয়ার ক্যামেরা আর সেলফির জন্য রয়েছে 8 MP ক্যামেরা। ভিডিও রেকর্ডিং করা যাবে 4K-তে (Photo collected)


64GB ভেরিয়েন্টের দাম কমে এখন হয়েছে 57,900 টাকা। মানে 7,000 টাকা দাম কমেছে ফোনের। (Photo collected)