1/ 4


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েকদিন আগেই আত্মহত্যা করেন সুশান্তের এক্স ম্যানেজার দিশা সাইলান ৷ সুশান্তের মৃত্যুর তদন্তের সঙ্গে সঙ্গে দিশার মৃত্যু তদন্তের জট খুলতেও তৎপর মুম্বই পুলিশ ৷ এর মাঝখানে দিশার সঙ্গে নাম জড়িয় বিতর্কে চলে এলেন আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলি ৷ বিতর্কে এল দিশার সঙ্গে নাকি সূরজের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ৷
2/ 4


গুঞ্জনে এল সূরজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও তার কোনও গোপন কারণেই জন্যই দিশা আত্মহত্যা করেছেন ৷ রটে গেল সুশান্তও নাকি এ কথা জানতেন ৷
3/ 4


এই খবর ছড়িয়ে পড়তে প্রথমেই সংবাদমাধ্যমকে সূরজ জানান, তিনি দিশা নামে কাউকে চিনতেন না ৷ এবং তাঁর মৃত্যুর সঙ্গে কোনও যোগ নেই ৷ এমনকী, সুশান্তকেও ঠিকভাবে চিনতেন না সূরজ৷ তা স্পষ্টই জানিয়েছেন ৷