yami gautam aspired to join IAS: হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্ম। বড় হয়ে ওঠা চণ্ডীগড়ে। বাবা মুকেশ ছিলেন পাঞ্জাবি চলচ্চিত্র পরিচালক। কিন্তু, তা সত্ত্বেও লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় পা রাখার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। পড়াশোনায় ছোট থেকেই ভাল ছিলেন। ইচ্ছে ছিল IAS হবেন। স্কুলের পড়াশোনা শেষ করে স্নাতকস্তরে আইন নিয়ে কলেজে ভর্তি হন।
টিভি সিরিয়াল 'চাঁদ কে পার চলো সে' দিয়ে ক্যারিয়ার শুরু। ২০১২ সালে 'ভিকি ডোনার' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ। এরপর বহু ছবিতে কাজ করে পরিচিতি তৈরি করেন। তার মধ্যে কয়েকটি হল- কাবিল, অ্যাকশন জ্যাকসন, সানাম রে, বালা, বৃহস্পতিবার এবং দশমী। ২০২১ সালে চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধরকে বিয়ে করেন। কাবিল সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছিলেন, উড়ি: সার্জিকাল স্ট্রাইকেও।