ইদানিং প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাওয়া যাচ্ছে তাঁর তথাকথিত প্রেমিক নিক জোন্সের সঙ্গে ৷ এখন নিক মুম্বইতেই আছেন ৷ দু'জনের ডেটিয়ের খবরেই সরগরম বলিউড ৷ তাঁদের সহ্গে দেকা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়া ৷ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কা ও নিকির ছবি ৷ তবে তাঁরা কখনই ক্যামেরাকে এড়িয়ে যাননি ৷ ছবি সংগৃহীত ৷