হোম » ছবি » বিনোদন » দেখতে অপরূপ সুন্দরী, পেয়েছিলেন অগুনতি প্রস্তাব! তবু কেন কোনও ছবি করেন না শ্রেয়া

Shreya Ghoshal: দেখতে অপরূপ সুন্দরী, পেয়েছিলেন অগুনতি প্রস্তাব! তবু কেন কোনও ছবি করেন না শ্রেয়া

  • 17

    Shreya Ghoshal: দেখতে অপরূপ সুন্দরী, পেয়েছিলেন অগুনতি প্রস্তাব! তবু কেন কোনও ছবি করেন না শ্রেয়া

    গায়িকা হিসেবে তিনি কতটা সফল, তা আর নতুন করে বলে দিতে হয় না। ইন্ডাস্ট্রিতে ২৩ বছর পার। তবু এখনও নিজের জায়গা ধরে রেখেছেন শ্রেয়া ঘোষাল।

    MORE
    GALLERIES

  • 27

    Shreya Ghoshal: দেখতে অপরূপ সুন্দরী, পেয়েছিলেন অগুনতি প্রস্তাব! তবু কেন কোনও ছবি করেন না শ্রেয়া

    ১৯৮৪ সালে মুর্শিদাবাদের বহরমপুরে শ্রেয়ার জন্ম। শৈশব থেকেই গানবাজনার প্রতি অমোঘ আকর্ষণ ছিল তাঁর। কাঁচা বয়স থেকেই শুরু হয়ে গিয়েছিল সঙ্গীতচর্চা। মাত্র ছ'বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেছিলেন তিনি।

    MORE
    GALLERIES

  • 37

    Shreya Ghoshal: দেখতে অপরূপ সুন্দরী, পেয়েছিলেন অগুনতি প্রস্তাব! তবু কেন কোনও ছবি করেন না শ্রেয়া

    ১৯৯৬ সালে 'সারেগামাপা'-র হাত ধরে প্রথম জনপ্রিয়তা পান শ্রেয়া। তখন তাঁর বয়স মাত্র ১২। সেই রিয়্যালিটি শোয়ের বিজয়ীর শিরোপা ওঠে শ্রেয়ার মাথায়।

    MORE
    GALLERIES

  • 47

    Shreya Ghoshal: দেখতে অপরূপ সুন্দরী, পেয়েছিলেন অগুনতি প্রস্তাব! তবু কেন কোনও ছবি করেন না শ্রেয়া

    এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শ্রেয়াকে। বলিউডে একের পর এক হিট গান গেয়ে গিয়েছেন তিনি। তার পাশাপাশি অন্যান্য ভাষাতেও শোনা গিয়েছে তাঁর গান।

    MORE
    GALLERIES

  • 57

    Shreya Ghoshal: দেখতে অপরূপ সুন্দরী, পেয়েছিলেন অগুনতি প্রস্তাব! তবু কেন কোনও ছবি করেন না শ্রেয়া

    শ্রেয়ার কণ্ঠের পাশাপাশি তাঁর সৌন্দর্য নিয়েও দর্শকমহলে কিছু কম চর্চা নয়। অনেকেই মনে করেন, গায়িকা একজন সফল নায়িকাও হতে পারতেন।

    MORE
    GALLERIES

  • 67

    Shreya Ghoshal: দেখতে অপরূপ সুন্দরী, পেয়েছিলেন অগুনতি প্রস্তাব! তবু কেন কোনও ছবি করেন না শ্রেয়া

    বেশ কয়েক বছর আগে শ্রেয়া এক সাক্ষাৎকারে জানান, তাঁর কাছে বেশ কয়েকটি ছবির প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি রাজি হননি।

    MORE
    GALLERIES

  • 77

    Shreya Ghoshal: দেখতে অপরূপ সুন্দরী, পেয়েছিলেন অগুনতি প্রস্তাব! তবু কেন কোনও ছবি করেন না শ্রেয়া

    সোনু নিগম, শান, হিমেশ রেশমিয়া, মোনালি ঠাকুরের মতো প্রচুর সফল শিল্পীই পর্দায় অভিনয় করেছেন। কিন্তু শ্রেয়া সেই পথে হাঁটেননি। তিনি জানান, অভিনয় নিয়ে আগ্রহ নেই। একসঙ্গে একাধিক কাজ তিনি করতে পারবেন না।

    MORE
    GALLERIES