

প্রেমের সঙ্গে আগুনের কতই না তুলনা, উপমা। সিনেমার শুটিংয়েও আগুন থেকে অচৈতন্য নায়িকার দেহ বের করে আনছেন নায়ক, এমন দৃশ্যও আছে ভূরি ভূরি। কিন্তু, এমন এক বাস্তব প্রেম যে আগুন থেকেই শুরু হয়েছিল, তা আজও নিদর্শন। (Story: Sharmila Maiti)


পাঁচের দশকে সুনীল-নার্গিস প্রেমকাহিনি বলিউডে এক নজির সৃষ্টি করেছিল। অতীত স্মৃতি ঘেঁটে উদ্ধার হল দুষ্প্রাপ্য কিছু ছবি। মাদার ইন্ডিয়ার সেটে মারাত্মক আগুন। দাউ দাউ জ্বলছে। সেই আগুনের মধ্যেই পাকে প্রকারে আটকে পড়েছেন নার্গিস। সুনীল দত্ত নিজের জীবন বিপন্ন করে ঝাঁপ দিয়ে উদ্ধার করলেন নার্গিস। অল্পের উপর দিয়ে রক্ষা পেলেন নার্গিস, কিন্তু সাংঘাতিক জখম হলেন সুনীল।(Story: Sharmila Maiti)


প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, নার্গিস তখন খুবই বিচলিত হয়ে ডাকাডাকি করছেন গাড়ির জন্য। নিজেই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তার পর? দিনের পর দিন নিজের হাতে শুশ্রূষা করেছেন। (Story: Sharmila Maiti)


নিজের হাতে ড্রেসিং করেছেন ক্ষতের। একেবারে যেন ডুবে ছিলেন সুনীলের শুভকামনায়। তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা দেখেছিলেন, এক গভীর প্রেম কীভাবে বীজ থেকে মহীরুহ হয়ে উঠল। (Story: Sharmila Maiti)