রিয়ার কেরিয়ার শেষ ! ওকে আমার ছবিতে নেওয়ার কথা ভেবেও পরে সিদ্ধান্ত বদল করি: লোম হর্ষ
পরিচালক লোম হর্ষের মতে, ‘‘ রিয়াকে আমি এখন একটা কথাই বলতে চাই ৷ যে যদি তুমি সত্যি সুশান্তকে ভালোবাসতে তাহলে সত্যিটা এখন সামনে আন ৷ এবং সিবিআইকে তদন্তে সবরকম সহযোগীতা কর ৷ ’’


১৪ জুন দুপুরে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল একটা খবর। মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের প্রাণহীন দেহ উদ্ধারের খবরটা বিশ্বাসই করতে পারেননি অনেকে। সেই ঘটনার পর ২ মাসের পার। মুম্বই থেকে বিহার হয়ে তদন্ত এখন সিবিআইয়ের হাতে।


দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ, সিনেমায় তাঁর সহকারিকে বলেছিলেন, যে কোনও রহস্য উদ্ধার করাই কঠিন, মৃত মানুষের জীবনের রহস্যদ্ধার আরও কঠিন। সুশান্তের মৃত্যুর ঘটনায় সেই রহস্য উদ্ধারের ভার এখন সিবিআইয়ের উপর। সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যেতে সময় লাগল পাক্কা ২ মাস ৫ দিন। এই ২ মাস ৫ দিন ধরে একের পর এক নাটক, পট-পরিবর্তন।


সুশান্ত ভক্তদের আশা, ১৯ অগাস্টই মোড় ঘোরার দিন। সিবিআই তদন্তই রহস্যের উপর থেকে পর্দা ওঠাবে। সত্যিটা এবার সামনে আসা শুরু হবে ৷ সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর অবস্থা যে এখন একেবারেই ভাল নয় ৷ তা বলা বাহুল্য ৷ এই অবস্থায় ‘চিকেন বিরিয়ানি’, ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’-র মতো বেশ কিছু ছবি তৈরি করা পরিচালক লোম হর্ষের কথায়, ‘‘রিয়ার কেরিয়ার শেষ ৷ আমরাও ওকে একটা ছবিতে নেওয়ার কথা ভেবেছিলাম ৷ কিন্তু আমি বা আমার ছবির প্রযোজক বোকা নই, যে এই অবস্থায় রিয়াকে আমাদের ছবিতে নেব ৷ ওঁর ছবি দর্শকই আর দেখতে চাইবেন না ৷ ’’


সুশান্তের মৃত্যুর ঘটনায় ইটি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লোম হর্ষ জানান, ‘‘ স্ট্রাগল মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিউকামারদের জন্য অত্যন্ত পরিচিত একটি শব্দ ৷ কিন্তু একটা মানুষ যখন স্ট্রাগল করার পর স্টার হয়, তারপর আবার সে আত্মহত্যা করে কীভাবে ৷ তাই সুশান্তের মৃত্যুর উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন ৷ যে অভিনেতা ‘কাই পো চে’, ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘এমএস ধোনি’, ‘সোনচিড়িয়া’-র মতো এক এক করে এতগুলো হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৷ তিনি হঠাৎ নিজের কেরিয়ারের পিকে গিয়ে আত্মহত্যা করতে যাবে কেন ? টেলিভিশন থেকে কেরিয়ার শুরু করে বড় পর্দায় এত সাফল্য খুব কম মানুষই এতদিনে পেয়েছেন ৷ সুশান্ত সেটা করতে পেরেছিলেন ৷ ’’


পরিচালক লোম হর্ষ আরও জানান, ‘‘ রিয়াকে আমি এখন একটা কথাই বলতে চাই ৷ যে যদি সত্যি তুমি সুশান্তকে ভালোবাসতে তাহলে সত্যিটা এখন সামনে আন ৷ এবং সিবিআইকে তদন্তে সবরকম সহযোগীতা কর ৷ যাঁদেরকে তুমি এই ঘটনায় বাঁচাতে চাইছ, তাঁদের কাউকেই তুমি শেষপর্যন্ত বাঁচাতে পারবে না ৷ আর রিয়া যদি ভাবে যে ও নিজের কেরিয়ার বাঁচাতে চাইছে ৷ সেটাও ও পারবে না ৷ কারণ ওর কেরিয়ার এমনিতেই শেষ হয়ে গিয়েছে ৷ তাই সুশান্তকে সত্যি যদি ভালবেসে থাক, তাহলে সুশান্তকে ন্যায়বিচার দাও ৷ ’’