

এই মুহূর্তে টপ সেলেব রাণু মণ্ডল! রানাঘাটের স্টেশনে ভিক্ষা করে দিন কাটছিল রাণুর! সেখান থেকেই ১৮০ ডিগ্রি বদলে গেল রাণুর জীবন! রাতারাতি তিনি লাইমলাইটের কেন্দ্রে!


রানাঘাটের স্টেশনে ভিক্ষা করে দিন কাটছিল রাণু মন্ডলের, কিন্তু গলায় ছিল সুর। 'কুছ পানা হ্যায়, কুছ খোনা হ্যায়' হোক বা 'হিরা কি তামান্না হ্যায়'...সুরেলা কণ্ঠে একের পর এক গেয়ে ফেলতেন লতার গাওয়া গান।


কোথাও গান শেখেননি রাণু। সব গান শুনে শুনে মুখস্থ, তাও হুবহু লতার গলা। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রাণু মন্ডলের একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে গেল ভাগ্য। রাতারাতি সেলেব হয়ে গেলেন রানাঘাটের স্টেশনের রাণু। এরপরই মেয়েরা ফিরে এল তাঁর কাছে।


আমূল বদলে গেল রাণুর জীবন। তাঁকে নিয়ে যাওয়া হল বিউটি পার্লারে। চুল স্ট্রেট করা হল। কালো রঙ করা হল, পরানো হল দামি শাড়ি। এখানেই শেষ নয়, 'সারেগামা' কোম্পানি তাঁদের ক্যারাভা উপহার দিল রাণুকে।


অব্যাহত রাণুর জয়যাত্রা। মুম্বইয়ের এক বেসরকারি টিভি চ্যানেল তাঁকে গান গাওয়ার জন্য ডেকে পাঠিয়েছে।